আমাদের কথা খুঁজে নিন

   

প্রসঙ্গ " তোমরা যারা শিবির করো"- জাফর স্যার সাবধানে থাকবেন একটু

খুঁজে ফিরি আমার আমিকে ফেসবুকে সবচাইতে বড় সমস্যা হল, কারো লিখাতে ২-৪ টা লাইক আর কমেন্ট সাথে শেয়ার হইলেই সে ভাবে মুই কি হনুরে, জেনে রাখা ভাল, এটা এখন অনেকটা ডেস্টিনি টাইপ হয়ে গেছে, সেখানে যেমন ব-কলম পাবলিকও টাই পিন্দা ভাবে আমি স্মার্ট আর শিক্ষিত হয়ে গেছি, এখানেও লাইক আর কমেন্ট টাই এর মত ফেবু ইউজাররা গলায় ঝুলাইয়া ঘুরতেছে। এতো কিছু বলতে হোল জাফর ইকবাল স্যার এর সদ্য প্রকাশিত "তোমরা যারা শিবির করো" এই শিরনামে প্রথম আলো তে প্রকাশিত লিখা নিয়ে, যা বোধ- করি অনেকেরই পড়া হইছে। সামান্যতম বোধ-বুদ্ধি সম্পন্ন মানুষও জাফর স্যার এর এই লিখার মর্মার্থ উদ্ধার করতে পারবেন, তার এই লিখায় তিনি সুস্পষ্ট-ভাবেই নিজের অবস্থান ব্যক্ত করেছেন, নতুন প্রজন্মকে তিনি দেখতে চেয়েছেন অসাম্প্রদায়িক এবং মুক্তিযুদ্ধের চেতনার ধারক- বাহক হিসেবে, আর শিবির করা ছেলেদের চোখে আঙুল দিয়ে দেখাতে চেয়েছেন কিভাবে একটি মৌলবাদী চক্র দিনের পর দিন তাদের ব্যবহার করে চলেছে হীন স্বার্থ উদ্ধারে। স্যার এর এই লিখা অধিকাংশ মানুষের ভাল লাগলেও, ভাল লাগেনি কিছু ধর্মান্ধ- বুদ্ধি প্রতিবন্ধী জামাতি ছাগুদের, ওই যে বলেছিলাম না জামাতি ছাগুদের অণ্ডকোষে কেউ লাথি মারলেই তারা আওয়ামীলীগ- ছাত্রলীগ বলে আহাজারি করে, এখানেও একই ব্যাপার, অনেক ছাগুই উনাকে আওয়ামী ট্যাগ দিছে, কেউ বলছে ছাত্রলীগ নিয়ে লিখতে, একজন তো স্যার কে অমানুষ আখ্যা দিয়ে ব্যক্তিগত আক্রমণ করে একটা বালছাল নোট ও লিখে ফেললেন, আর সেটা তারই মতন আরও কিছু ছাগু শেয়ার আর কমেন্টও করলো, আর তাতেই তিনি ভাবলেন যে আমি ছাগু থেকে রাম-ছাগু হয়ে গেছি, এখন কোন বেরসিক পাবলিক ওই মহামান্য ছাগুকে হাল্কা উত্তম- মধ্যম দেয়ায় তো উনি সেটাকে কাজে লাগাতে চাইছেন, তাকে সহায়তা করছে ফারাবির মতো স্বনামধন্য আরেক ছাগু, বলা হচ্ছে ছাত্রলীগের পোলারা এই কাম করছে, তাও কিনা জাফর স্যার এর নির্দেশে, কই যামু এগো লিয়া গাঁজা খাইলেও মানুষ মনে হয় এতটা হিতাহিত জ্ঞান শূন্য হয় না, তুমি কোথায় কোন বাল প্রসব করছ, আর সেটা পড়ে জাফর স্যার এর মতো মানুষ তোমারে মারার নির্দেশ দিছে, এমনটা ভাবার আগে তোমার শুকনা অথবা তরল সব ধরণের নেশা থেকে দূরে থাকার দরকার ছিল। মাঝে মধ্যে বেশ অবাকই লাগে, যেই হারে অনলাইনে ছাগুদের বিচরণ বেড়ে যাচ্ছে, কবে না এই অনলাইন জগতটাই একটা ছাগুর খোঁয়াড়ে পরিনত হয়, আর অনলাইনের বাইরের জগৎ ও দিনকে দিন ভয়ংকর হয়ে উঠছে জাফর স্যার এর মতো মুক্ত বুদ্ধির চর্চা করা মানুষদের জন্য, স্যার একটু সাবধান থাকবেন, কি করবো আমরা তো হুমায়ুন আজাদ স্যারকেও বাঁচাতে পারিনি, এখন আপনারও এম্ন পরিণতির শঙ্কায় বুক কাঁপে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।