আমাদের কথা খুঁজে নিন

   

মিথ্যে প্রচেষ্টা

খুব সকালে ফোনটা বেজে উঠল...... শীতের সকালে অনিচ্ছা সত্ত্বেও ফোনটা ধরে খুব রুক্ষ স্বরে বলাম, 'হ্যালো' ওই প্রান্ত থেকে খুব চেনা স্বরে বললঃ- কি এখনো ঘুমাচ্ছ "এই স্বর কানের পর্দা ভেদ করে মস্তিষ্কে পোঁছানোর সাথে সাথে সমস্ত শরিলটা কেমন যেন শিউরে উঠল,অনেক আনন্দ হচ্ছিলো, সাথে অনেক রাগ হচ্ছিলো" নিজেকে সামলে নিয়ে বললামঃ- কি চাও তুমি ?? এতোদিন পরে আমার কথা মনে পরল কীভাবে ?? রমণীঃ- সব বলব,আমি এখন আমার সেই ক্যাফেতে আছি । তুমি তাড়াতাড়ি আসতো । "সকল রাগ গুলো ভালোবাসার কবরে আবেগের চাপা পরল" "ছুটতে ছুটতে পোঁছালাম আমাদের সেই ভালোবাসার নগরীতে, সেই সৃতির নগরী, আমাদের ভালোবাসার সাক্ষী, সেই ক্যাফে" একটু দূর থেকে রমণীর সেই চেহারাটা দেখছিলাম ,নীল রঙের জামাতে রমণীকে আজকে অনেক সুন্দর দেখছে,তাকে দেখার সাথে সাথে আমার ভালোবাসার সব জং গুলো যেন মুছে গেছে, এতো দিনের সকল কষ্ট গুলো শরিলের ঘামের সাথে বেঁয়ে বেঁয়ে জড়ে পরছে । "নিজেকে আবার সামলে নিয়ে চেহারাটাকে একটা অভিমানী রূপ দিয়ে রমণী কাছে গেলাম" রমণীঃ- কেমন আছো তুমি ? আমিঃ- ভালো আছি । রমণীঃ- মিথ্যা বলতে পারো না তাও মিথ্যা বলো কেন ।

আমিঃ- যারা সত্যটা শুনতে পারেনা তাদের জন্য মিথ্যা বলতে হয় । রমণীঃ- সত্যটা আমি জানি, তুমি ভালো নেই । আমিঃ- তাহলে কেন জানতে চাইলে ?? রমণীঃ- এখন এগুলা বাধ দাও তো, কতদিন পরে তোমাকে দেখলাম...... আমিঃ- হা অনেক দিন, অগাস্ট ২ থেকে আজ ডিসেম্বর ৬ । প্রায় ৪ মাস, ১২৬ দিন,৩০২৪ ঘণ্টা,১৮১৪৪০ মিনিট,১০৮৮৬৪০০ সেকেন্ট । রমণীঃ- (অবাক নয়নে তাকিয়ে) এতো হিসাব করে রেখেছ ।

আমিঃ- কি করবো,তুমি ছাড়া আমার এক একটি মুহূর্ত অনন্ত কালের মত কাটাতে হতো । রমণীঃ- "বাবু" আমাকে ক্ষমা করা যায় না । আমাদের ভুল গুলোকে ভুলে গিয়ে নতুন করে আমারা শুরু করতে পারিনা । আমিঃ- তোমার মুখের এই বাবু ডাকটা শুনার জন্য যেই ছেলের জর্ম্ম স্বার্থর মনে করে তাঁকে বলছ এই কথা ! প্রতিটি মুহূর্ত যেই ছেলে তোমার প্রতীক্ষাতে প্রহর গুনেছে তাঁকে বলছ এই কথা ! তুমি চলে যাবার পরে যেই ছেলের ভালোবাসার জগত দুর্ভিক্ষ দেখা দিয়েছে ! একফোঁটা ভালোবাসার জন্য যেই ছেলে প্রতিরাতে ছটফট করত,তাঁকে বলছ এই কথা ! রমণীঃ- সত্যি বাবু আমার অনেক ভুল হয়ে গেছে,আমা কে আবার.........তো............মা......................................................র......... আমিঃ- বাবু, তোমার কথা শুনতে পাচ্ছিনা, এতো শব্দ হচ্ছে কেন??.........কে শব্দ করছে......সব কিছু কালো হয়ে যাচ্ছে কেন ?? **অতঃপর লাফ দিয়ে ঘুম থেকে উঠলাম, আম্মা দরজার কড়া নারচ্ছে । "দীর্ঘ এক নিঃশ্বাস ফেলে চিন্তা করি প্রতীক্ষার আর কিছু সময় পারি দিলাম।

প্রায় ৪ মাস,১২৭ দিন,৩০৭২ ঘণ্টা,১৮৪৩২০ মিনিট,১১০৫৯২০০ সেকেন্ট" ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।