ভালো থাকার চেষ্টা করি সদা
১
তোর জন্য
শীত নিদ্রা
বিফল আমার
সব বিদ্যা।
২
ম্যানিব্যাগে
হাহাকার
ম্যাইয়া বল
দোষ কার।
৩
যুগের নাম
কর্পোরেটর
দেহের ভিতর
শুধুই মোটর।
৪
ভালোবাসতাম
ইতিরে
বিয়া করলাম
বীথিরে।
বীথি ছিলো
কার
জানাটা
দরকার।
৫
চোট পাইলাম
হার্টে
নাই তোর
চার্টে।
৬
তোর মনেতে চালামু
চোরা- গুপ্তা হামলা
পারলে ঠেকাক
তোর বাবা আমলা।
৭
তোর মাঝেতেই
ডুব
ভালোবাসি
খুব।
৮
দৃষ্টিতে তোর
আগুন তাপ
ফুল দেয়া কি
খুবই পাপ?
৯
তোর রূপেতে
চোখ অন্ধ
তোর মনের
দরজা বন্ধ।
১০
রিদয় জলে
আগুন জ্লে
আয়-না তুই
আমার দলে।
১১
কান্দি আমি সারাক্ষণ
তোর লাগি
বিয়া হইছে তো কি হইছে
চল ভাগি।
[অনেক দিন পর আসলাম। আশা করি সবাই ভালো। সবার জন্য সব সময়ই
শুভ কামনা। কিছু দিনের জন্য সম্ভবত এটাই আমার শেষ পোস্ট।
আবার ফিরবো বেশ কিছুদিন পর। সবার প্রতি ফালতু টাইপ শুভেচ্ছা। মন থাকুক জোস্না আলোয় ভরপুর] ]
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।