আমাদের কথা খুঁজে নিন

   

বিশ্ব সন্ত্রাসবাদ সূচকে ৩৯তম বাংলাদেশ

গ্লোবাল টেরোরিজম ইনডেক্স (জিটিআই) বা বিশ্ব সন্ত্রাসবাদ সূচকে ১৫৮টি দেশের মধ্যে ৩৯তম অবস্থানে রয়েছে বাংলাদেশ। মঙ্গলবার লন্ডন থেকে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, ২০০১ সালের পর থেকে বাংলাদেশে সব মিলিয়ে ছয়টি বড় সন্ত্রাসী আক্রমণ হয়েছে ও এগুলোয় সব মিলিয়ে ৪ জন নিহত হয়েছেন। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশকেই সবচেয়ে কম সন্ত্রাসবাদের দেশ বলে অভিহিত করা হয় প্রতিবেদনে। ১৫৮টি দেশের বিগত ১০ বছরের সন্ত্রাস রেকর্ডের উপর জরিপ চালিয়ে এ প্রতিবেদন প্রকাশ করা হয়।

অস্ট্রেলিয়ার ইন্সটিটিউট ফর ইকোনমিক্স অ্যান্ড পিস (আইইপি)-এর উদ্যোগে প্রথমবারের মতো সন্ত্রাসবাদের ভিত্তিতে দেশের এই তালিকা তৈরি হয়। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল কনসোর্টিয়াম ফর দ্য স্টাডি অব টেরোরিজম অ্যান্ড রেসপন্সেস টু টেরোরিজম (স্টার্ট)-এর কাছে সংরক্ষিত গ্লোবাল টেরোরিজম ডাটাবেজ থেকে জরিপ চালানোর জন্য প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হয়। প্রতিবেদন অনুসারে, সবচেয়ে বেশি সন্ত্রাসী কর্মকাণ্ডে আক্রান্ত দেশগুলো যথাক্রমে ইরাক, পাকিস্তান, আফগানিস্তান, ভারত ও ইয়েমেন। তালিকার শেষদিকে থাকা ৩১টি দেশে বিগত দশ বছরে কোনো সন্ত্রাসী আক্রমণ ঘটেনি। প্রতিবেদন থেকে জানা যায়, ২০০১ সালের ১১ সেপ্টেম্বর টুইন টাওয়ার আক্রমণের পর থেকে বিশ্বব্যাপী প্রতি বছর সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছিলো, যা ২০০৭ সালে শীর্ষে পৌঁছায়।

কিন্তু এরপরই এসব কর্মকাণ্ডের হার আবার কমতে থাকে, যা ২০১২ সাল পর্যন্ত ২৫ শতাংশ কমেছে। বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০১২ সম্পাদনা: হাসান শাহরিয়ার হৃদয়, নিউজরুম এডিটর ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.