আমাদের কথা খুঁজে নিন

   

আবুলের চেয়ে দেশ বড়

মাননীয় প্রধানমন্তী কি বুঝেন না যে একজন আবুলকে বাচাতে পুরা দেশ কে উনি জিম্মি করতে পারেন না........... একজন আবুলকে বাসের নীচে এখন ফেললে আপনার জন্যই ভালো। এখনও এক বছর আছে, এর মধ্যে বিচার করে তাকে প্রতীকি ভাবে হলেও শাস্তি দেওয়া হোক... আর তাতে বিনপি জিতলেও আর এটা নিয়ে মামলা করার অবকাশ পাবে না (এক দোষে দুই বার বিচার হবে না)। আর তা না হলে, বিনপি ক্ষমতায় এসে প্রথমেই এটা নিয়ে মামলা করে, এই সরকার যা কিছু অর্জন করেছে, তা কে শুন্যতে নামিয়ে আনবে। Padma ব্রিজ না হলে, আবুলকে কেউ দোষারোপ করবে না, আপনাকেই তার দ্বায় দ্বায়িত্ব নিতে হবে............।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।