আমাদের কথা খুঁজে নিন

   

টাইগারদের জন্যে শুভ কামনা! তবে ক্যাপ্টেন মুশফিককে আরেকটু দায়িত্বশীল হতে হবে।

নামটা আমার লম্বা বটে তবে কখা বলি শর্টকার্ট আজকের ম্যাচটা বাংলাদেশ হেরেছে, ভাল। মুটামুটি লড়াই করেই হেরেছে বলা যায়। তবে কয়েকটা বিষয় লক্ষ্য করা যেতে পারে। প্রথমত: আম্পায়াররা কি আজ ওয়েস্টইন্ডিজকে জেতানোর টেন্ডার নিয়েছিলেন? বিশেষ করে স্যামুয়েলস আর পাওয়েলের কট বিহাইন্ড নিয়ে না হলেও থার্ড আম্পায়ার কতৃক থমাসের রানআউট না দেয়াটা নিয়ে বিসিবি প্রশ্ন রাখতেই পারে, রাখা উচিৎ। দ্বিতীয়ত: ডিউ ফ্যাক্টরের কারণে অনেক ক্যাচ সেভাবে ক্যারি করে নাই বা ফিল্ডিংএ একটু সমস্যা হয়েছে।

বাজে ফিল্ডিং না বললেও বলতে হবে, আরেকটু উন্নতি করা যেতেই পারে। তৃতীয়ত: মুশফিককে একটু বেশি আত্ববিশ্বাসী মনে হলো। যেমন কয়েকটি ম্যাচেই দেখা গেছে দলের বিব্রতকর মূহুর্তে সে কারও সাথে পরামর্শ করছে না। বিশেষ করে আজ স্যামুয়েলস এর হান্ড্রেড এর পর অস্ট্রেলিয়া, ইন্ডিয়া বা শ্রীলংকার মত দল হলে ক্যাপ্টেনকে দেখা যেত সিনিয়র প্লেয়ারদের সাথে পরামর্শ করছে, আর ধোনি দাদা হলেতো মাস্ট মানে করতোই! তারপর এমন কাউকে দিয়ে বল করাত, বা এমনভাবে ফিল্ডিং সাজাত যাতে প্রতিপক্ষ একটু হলেও সমস্যায় পড়তো। এমনকি রুবেল প্রথম দু'টি বলে মার খাওয়ার পরতো অবশ্যই।

মুশফিককে আরেকটু দায়িত্বশীল হতে হবে। মনে আছে? এশিয়াকাপে আশোক বিন্দার একটি বলে বাংলাদেশ চার মারতো, তারপর সবাই মিলে পরামর্শ, ফিল্ডিং পরিবর্তন করে আরেকটি বল করতো। এভাবে প্রায় ছটি বলেই এমন হয়েছে। আর আজ দেখলাম ক্রোশাল মোমেন্টে রুবেল-এর পাশে এসে কেউ দাঁড়াচ্ছে না। এটা লক্ষনীয় ব্যাপার বটে।

আর চতুর্থত: ওইন্ডিজ দলে দুটো বিপদ, গেইল আর স্যামুয়েলস। আগের ম্যাচগুলোতে দু'টো আগেভাগেই বাঘের থাবায় কপোকাত হলেও আজকে ওই স্যামুয়েলসটা ফাঁক গলে বেড়িয়ে গেল, আশা করি আগামীতে আর হবেনা। পঞ্চমত: বাংলাদেশের ক্লাসিক ক্রিকেট। বিশেষ করে ব্যাটিং-এ টপ অর্ডারের উইকেটগুলো পড়ে যাওয়ার পর বাংলাদেশের ব্যাটিংটা ছিল টোটাল ক্লাসিক, অনেক ভাল লাগল। ভবিষ্যতে এমনটাই দেখতে চাই,টাইগারদের জন্যে শুভ কামনা! ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।