কভু নাহি যেতে দিবো তবু যেতে দিতে হয়। আগামী ৭ ইDECEMBER কাতারের রাজধানী দোহা'য় কুয়াটা প্রটোকল আওতায় শুরু হচ্ছে দোহা সম্মেলন ২০১২ যা ১৮ তম United Nation Framework Convention On climate Change-UNFCC। আশা করা হচ্ছে মোট ১৯৪ টি দেশ থেকে প্রায় ১৭ হাজার ডেলীগেট যোগদান করবেন এবং আলোচনার ভিতর দিয়ে বৈশ্বিক উষ্ণতা কার্বন নিঃসরণ ইত্যাদি বিষয়গুলি নিয়ে একটি গ্রহণযোগ্য সমাধানে আসার চেষ্টা করবেন। আব্দুল মুগীত ১১ বছরেরে বালক আবুধাবিস্থ ইন্ডিয়ান হাই স্কুলের ৬ গ্রেডের ছাত্র, এই সম্মেলনের হাত ধরে প্রাত প্রদীপের আলোয় উঠে এসেছে। পলিথিন ব্যাগ ব্যাবহারের নেতিবাচক দিক এবং পেপার ব্যাগ ব্যাবহারের ইতিবাচক দিক নিয়ে জনমত গঠন করে আসছে ২০১০ সাল থেকে,যা বেশ প্রশংসা কুড়িয়েছে এবং আব্দুল মুগীতকে ''পেপার ব্যাগ বয়'' নামে পরিচিতি এনে দিয়েছে। বড় বড় স্টোরগুলো ২০১৩ মধে্য পলিথিন ব্যাগ ব্যাবহার না করার প্রত্যয় করেছে। আয়োজক কমিটির আমন্ত্রণে দোহা সম্মেলনে যাওয়ার প্রস্ততি শেষ করেছে এই পেপার ব্যাগ বয়। সুত্রঃ গালফ নিউজ ২৯/১১/২০১২ Click This Link
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।