আমাদের কথা খুঁজে নিন

   

ছন্দোবদ্ধ বাংলা কোরআন, পর্ব-৯ (সূরা আদ-দোহা )



সূরা দোহা শুরু করি তাঁর নামে আল্লা যিনি পরম করুণাময় দয়ালু তিনি কসম পূর্বাণ্হ আর নিঝুম রাতের ছাড়িয়া যাননি প্রভু তোমার সাথের করেননি তোমায় ত্যাগ তোমার প্রভু, বিরুপও তোমার প্রতি হননি কভু। আগের চেয়েও ভালো অবস্থা পরে, অবশ্যই উত্তম আছে তোমার তরে। অচিরেই তোমার প্রভু করিবেন দান তখন তুমি হয়ে যাবে আনন্দিত প্রাণ! এতিম পাননি কি তোমায় নিশ্চয় অতঃপর দেননি কি তিনি পরে আশ্রয়? তোমায় পথহারা তিনি পেয়েছেন তারপরে তোমায় তিনি পথ দেখালেন। কাঙাল অবস্থা হতে তোমায় তুলিয়া রাখিলেন অভাব হতে মুক্তি দিয়া, এতিমের প্রতি তাই কঠোর হয়ো না ভিখারীকে কখনোই ধমক দিও না; নেয়ামত রয়েছে যাহা রবের তোমার সেই কথা তুমি শুধু করে চল প্রচার।।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ২৯ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.