নামের সাথে কামের কিছু মিলতো থাকবোই নিবন্ধন বাচাঁতে নিজেদের দলীয় গঠনতন্ত্রে ব্যাপক পরিবতর্ন করলো জামাত। নির্বাচন কমিশন সূত্র জানায়, রোববার বিকেলে সংশোধিত এ গঠনতন্ত্রের মুদ্রিত কপি কমিশনে জমা দেয়। এখানে পরিবর্তন গুলো হল: ১) আল্লাহ প্রদত্ত ও রসুল প্রদর্শিত ইসলামী রাষ্ট্রব্যবস্থার কথা বাদ দিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার কথা বলেছে। ২) ইসলামী রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তে গণতান্ত্রিক পদ্ধতিতে ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার কথা বলেছে দলটি। ৩) বাদ দেয়া হয়েছে, ‘আল্লাহ ব্যতীত কাহাকেও সয়ংসম্পুর্ণ বিধানদাতা ও আইন প্রণেতা মানিয়া লইবে না এবং আল্লাহ্র আনুগত্য ও তাঁহার দেওয়া আইন পালনের ভিত্তিতে প্রতিষ্ঠিত নয় এমন সকল আনুগত্য মানিয়া লইতে অস্বীকার করিবে’ এই নীতি। ৪) বাদ দেয়া হয়েছে, জামায়াতের সদস্য হতে হলে ইসলামে বিশ্বাস ও শরীয়তের নির্ধারিত ফরজ ও ওয়াজিব আদায়ের শর্ত। ৫) ‘সমাজের সর্বস্তরে খোদাভীরু নেতৃত্ব কায়েমের চেষ্টা’র বদলে ‘চরিত্রবান নেতৃত্ব’ কথাটি সংযোজন করা হয়েছে। মানে হলো তারা এখন ইসলামের সৈনিক বাদ দিয়া গনতন্ত্র প্রতিষ্ঠার আপোষহীন সৈনিকে পরিনত হইসে নির্বাচন কমিশন যদি বলে যে গঠনতন্ত্রে "আল্লাহ" এর পরিবর্তে "সৃষ্টিকর্তা" লিখতে হবে, জামায়াত এখন দল বাচানোর জন্য তাইই লিখবে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।