আমি ক্লান্ত প্রাণ এক নিয়ত স্মৃতিগুলো যখন দৌড়ঝাপ শেষে আপন নীড়ে থিতু হয়ে বসে চোখের প্রান্তে তখন প্রস্ফুটিত অশ্রু-কমল ।। আপন মানুষের কাছে থেকে দূরে চলে যাওয়া ক্ষনে-ক্ষনে নাড়া দেয় ভাবনার বব্ধ দূয়ার ।। মগজে পেরেকের মতো বিধঁতে থাকে অবধারিত কিন্তু ব্যর্থ কিছু দায়িত্ব অবহেলার খড়কুটো ওড়ে নিয়ত সময়ে ।। বারবার এভাবেই হেরে যাওয়া, বুকের গহীনে পরাজিতের দী্ঘ্র্শ্বাস আমাকে বাচিঁয়ে রাখে তবু হেরে যাওয়া সময়ের কুটিল ঠান্ডা নিশ্বাস ।।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।