তোমাকে নিয়ে ভাববার
সময় হচ্ছে না ইদানিং
ব্যালকনিতে রোজ সকালে দাঁড়িয়ে
থাকো কি না
পথে যেতে আর খেয়ালও
করতে পারছি না সেদিকে
সত্যিই- একেবারেই মনে পড়ছে না
তোমার সুন্দর মুখোচ্ছবি।
এটা আমার মনের ভীমরতি
নাকি তোমার অনবদ্য অবহেলার অবদান
বুঝে উঠতে পারছি না কিছুতেই
তবে মনে অনুভব করছি
এক অন্যরকম প্রশান্তি
কেনো এই প্রশান্তি
জিজ্ঞেস করিনি মনকে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।