আমাদের কথা খুঁজে নিন

   

মেন্টাল টেরর

I like to hear complain from my readers about my lacks.............................................আমি এক পরী যার ডানাও নেই, আকর্ষনও নেই ঘুমহীন আমি সে রাতে হঠাৎই, পেলাম এক রাশি অকথ্য বানী, কহেন তারা, জন যে গুনী। করলেন তারা কাব্য, করলেন আঘাত, এক পৃথিবীতে, না, না, সেতো দুই পৃথিবীর পথিক তারা; সঙ্গোপনে তারা-আমি একই পথে চলি, কিন্তু, সেই যে, এক খেলা আছে তাদের সারা, সে আমি খেলতে গিয়ে তাদের কাছে বুঝি খেলাম ধরা! নামটা বড়ই আজব সে খেলার, মেন্টাল গেম, সুধান তারা সহাস্যে, নাকি আমি ভেবে নিচ্ছি, বিষয়টা চিন্তার! আপন মনকি আজ সবার অন্তর্যামী কিনা? সাহস পাইনা, ভয়ে আত্মহারা নই তবে, রাগে ফেটে পড়ি, জবাবটা লাগামহীন হতেই হবে! তখনি এক মাথামোটা এসে বোঝায়, নাকি সান্তনা দেয়? হাসি থামাই না, আজব খেলায় এ মাথামোটা আসলো কেমনে? হাসে মাথামোটাও! বলে সে নাকি এ খেলায় নেই, তার নাকি হারতে মানা, সে এ খেলার দর্শক হয়েই কাটায়, আমি তাকে খেলাটা বুঝালাম, সে বুঝলো, বড়ই মাথামোটা সে, বুঝলো কি করে অবাক হই, এ যে মেন্টাল গেম!!! যেভাবেই হোক, সে বললো, তুমি কেনো অপমানিত হচ্ছো? আমি কি করে বোঝাই মাথামোটা, এই যে গেম, এই তো সবি, অন্যের মনকে কষ্ট, অপমান, আঘাত করে দুধর্ষ এই গেমাররা আনন্দে মাতে, এরা পরাজিত আপন জীবনে, মানুষ নিজের সত্য জীবনে জয়ী না হলে, ক্ষেপে উঠে! মহাকাব্যের খড়গ আছে এদের, আঘাত করে এরা, বোঝাই মাথামোটাকে; নিজেদের মধ্যে এরা দল করে চলে, তুমি যদি অপছন্দনীয় হও, তবেই মরলে, বা তারা মারলো তোমায়। তুমি ধরা না দিলে, ঘিরে দাড়ায় তারা, যেনো আপন সম্মান রক্ষায় তুমি ডুবো, তারপর টেনে নেয় তাদের পশুত্বের নৃত্যমঞ্চে তারা। মাথামোটা বোঝায় তখন, জানো তো, পৃথিবীটা গোল, ভার্টিক্যাল লাইন হয়না ফাংশন, পড়নি বীজগনিতে? তেমন যা দিচ্ছে এরা, সবি ফিরে আসবে এদের ঘাটে, বলে সে মাথামোটা; আমিও আশা করি, সিগারেটে তৃপ্তি খুজি, তারপর মাথামোটাকে বিদায় দিয়ে বেরিয়ে আসি অসত্য জীবন হতে! (কবিতাটা উৎসর্গ করলাম এক বন্ধু কে!)  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।