আমাদের কথা খুঁজে নিন

   

নিধিরামের সত্য কথন-১৫ ( ফানি ইজ এ কনফউজড মেন্টাল ষ্টেত)



খুব ছোট একটা পোস্ট। বেশি কিছু লিখব না। কিছুদিন যাবৎ একটা বিষয় নিয়ে চিন্তা করছি। ভাবছি, ছাগলের জীবনটাতো খুব সংক্ষীপ্ত। এই সংক্ষীপ্ত জীবনের মাঝেই ছাগল লেদে ভরে ফেলায় চায় অনেক লাদতে, অনেক কাঠাল পাতা খেতে।

যেমন ব্লগেরর ছাগলদের কথাই ধরুন, এই মনে হয় একটি নারী স্বাধিনতা লাদিই ভালো হত, আবার মনে হয় কৌতুক লাদি,আবার মনে হয় শুধু কম্পিউটার লাদি করলেই হত। আবার পরক্ষণেই মনে হয়, একসাথে সবগুলো লাদলেই হলেই ভালো হত। একসাথে সবগুলো লাদি লাদতে গেলে অনেক সময় চলে যাবে, কাঠাল পাতা খাব কখন। জীবনের দ্বারপ্রান্তে পৌঁছে যদি একগাদা লাদি পেটে নিয়ে বসে থাকে, তাহলে কী হবে? কী লাভ? আর যদি এইসব বিষয় নিয়েই জীবন পার করে দেয়, কাঠাল পাতা খাবে কখন? নাকি শুধুই কাঠাল পাতা খাবে, আর লাদালাদি করা থেমে থাকবে? অনেকে বলেন, দুটোই চালিয়ে যেতে হবে। কিন্তু দুটো একসাথে চালাতে গেলে, বর্তমানে ওয়েল লাদিং স্ট্যান্ডার্ড বলে যেটাকে ধরা হয়েছে, সেটা পাওয়া যায় না।

এই ব্যাপারটা নিয়ে ছাগলগুলান শ কনফিউজড। তাই আমার মনে হয়, আগে ছাগলগুলানকে ডিসাইড করতে হবে, তারা কোনটা করবে লাদবে না কাঠাল পাতা খাব ???

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.