এ লড়াইয়ের সঙ্গে জড়িয়ে আমার যুদ্ধাপরাধ
সেন্ট্রাল মেন্টাল হাসপাতাল মার্কা পাগলামী নাটকের চেয়েও আরো বেশী নাটকীয়তা আছে নিউজে। কাল যে নেতা টিভি মিডিয়া দাপিয়ে বেড়িয়েছেন-- আজ হয়তো টিভিতে দেখা যাচ্ছে, তাকেই জ্ঞাত আয় বহির্ভুত সম্পদ অর্জনের অভিযোগে কোমড়ে রশি বেধে নিয়ে যাওয়া হচ্ছে আদালতে। কাল উঠতে বসতে যাকে গালি দিতো পাবলিক, আজ তার প্রতি সিমপ্যাথি। প্রাণবন্ত নাটকীয়তায় মুগ্ধ দর্শক ভিড় করে প্রতি সন্ধ্যায় টিভি সেটের সামনে। নিউজ অন্তত নাটকের চেয়ে বেশি জনপ্রিয়।
টেলিভিশনের পিক আওয়ার নিউজে ঠাসা। বিজ্ঞাপনের রেটও চড়া এ সময়।
স¤প্রতি মিডিয়াওয়াচে টেলিভিশনের নিউজ প্রেজেন্টারদের ভুল তথ্য নিয়ে লেখা মনিজা হাবীবের একটি বক্স আইটেম চোখে পড়লো। ভালোই ধরেছেন তিনি। আমাদের সময়ে প্রথম দিকে প্রচুর ভুল হতো।
ভুল মানেই সম্পাদক নাঈমুল ইসলাম খানের অফিস কাঁপানো চিৎকার এবং ভুল স্বীকার। লাগাতার ভুলে বিরক্ত হয়েই একটা লোগো বানানোর নির্দেশ দিলেন সম্পাদক-- ভুল স্বীকার। আগের দিনের ভুল সংশোধন করে দেয়া হতো সিঙ্গেল কলাম বক্সে। টেলিভিশনে স্ক্রিনের পেছনে ভুলের জন্য সেই চিৎকার আছে, তবে প্রকাশ্যে ভুল স্বীকারের কোনো সুযোগ নেই। যেন কোনো ভুল করে না টেলিভিশন।
ভাবখানা এমন! দেবতারা কাজ করছেন এখানে, তাই ভুলের সুযোগ নেই। ইরেজিং মিডিয়া বলেই সুযোগটা নেয় টেলিভিশন। পরের বুলেটিনে মালটা ঠিক করে নিলেই হলো।
প্রিন্ট মিডিয়ায় `প্রতিবাদ' ছাপানোর কালচার আছে, টিভি মিডিয়ায় নেই। আসলে ওই ধরনের নিউজ এড়িয়ে যায় টেলিভিশন।
টেলিভিশনের নিউজ মানেতো মালিক পক্ষের অনুকূলে যতদূর যাওয়া যায়। মালিকের অন্য ব্যবসার খবরাখবরও বেশ গুরুত্ব পাবে জাতীয় সংবাদে।
দৈনিক তোলপাড় আলোড়ন তুলেছিল স¤প্রচারের আগে। কেউ কেউ এটাকে রীতিমতো দৈনিক ভেবে বসেছিলেন। নানা গুজবে মত্ত ছিল মিডিয়াপাড়া।
নাটকটি একটি টিভি চ্যানেলে স¤প্রচারিত হচ্ছে। হিউমার ছড়ালেও ‘এ নাটকে স্যাটায়ার করা হচ্ছে সাংবাদিকদের। হয়তো আনিসুল হক বলেই এ ব্যাপারে আপত্তি তোলেননি কেউ। তবে দৈনিক তোলপাড়ের সাংবাদিকদের চেয়ে কোনো অংশেই কম যান না টিভি সাংবাদিকরা। নিউজরুমে সিসি ক্যামেরা বসালে আরো প্রাণবন্ত নাটক দেখানো যেত দর্শকদের।
টিভি স্ক্রিনের নিচে ভুল বানানে ঠাসা স্ক্রলে চোখ পড়লেই তা বোঝা যায়।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।