সরকার বলে বিরোধী দল দায়ী, বিরোধী দল বলে সরকার দায়ী, জামাত বলে ভারত দায়ী, ভারত বলে পাকিস্তান দায়ী, রাজাকার বলে ভাদাকার দায়ী, ভাদাকার বলে রাজাকার দায়ী। আমি বলি আপনারা দায়ী আপনারা বলবেন আমি দায়ী। তাই আমার উপর জানজট, লোডশেডিং জারী ইউরোপের কোন দেশের নাগরিকত্ব থাকলে যদি কোন বাংগালি প্রবাসি বাংলাদেশের নাগরিকত্ব কেনসেল করতে চায় তাহলে কি সেটা সম্ভব? যদি সম্ভব হয় তাহলে কি ভাবে কি করতে হবে ? কারো জানা মতে এরকম কি কেউ করেছেন? বলে রাখা ভালো যে এটা আমার নিজের জন্য নয়। বাংলাদেশের নাগরিকত্ব থাকলে ( বা যে কোন দেশের ডুয়াল নেশনালিটি থাকলে ইউরোপ ( বা অন্য কোন দেশে ) অনেক ধরনের জবে ( যেমন আর্মি, গোয়েন্দা বিভাগ, পলিটিক্যাল পজিশন ) সমস্যা হয়। আমার এক পরিচিত বাংগালি এমন সমস্যায় পরেছে তাই জানতে চাচ্ছি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।