একটা ছেলে একটা মেয়ে অনেক ভালবাসত সে তাকে এটা বলতে পারতো না কিন্তু আর কত দিন ভালবাসা লুকিয়ে রাখা যায় কিন্তু ছেলেটা যানত না যে মেয়েটা ও তাকে ভালবাসত একদিন সাহস করে সে মেয়েটাকে বলে ফেলল যে আমি তোমাকে ভালবাসি যেহেতু মেয়েটা ও তাকে ভালবাসত তাই সে ছেলেটা কে হ্যা্ বলল এরপর তাদের সম্পক ভাল চলতে থাকে এর মধে্্ মেয়েটির জন্ম দিন চলে আসে কন্তু ছেলেটির কাছে তখন কোন টাকা ছিল না যে মেয়েটাকে একটা উপহার কিনে দিবে তাই সে রক্ত বিক্রি করে মেয়েটার জন্য একটা উপহার কিনল উপহারটা পেয়ে মেয়েটা খুব খুশী হল তাদের সম্পর্ক খুব ভাল চলছিল তখন একদিন মেয়েটা তার পরিবার সহ চলে যায় আমেরিকায় আর যাওয়ার আগে ছেলেটার জন্য একটা চিঠি রেখে যায় তাতে লেখা ছিল আমি লেখা পড়া শেষ করে আবার ফিরে আসব তুমি শুধু মনেরেখ আমায় ভুলে যেও না আর মেয়েটার এই কথায় ছেলেটা এখনো অটুট যে সে একদিন ফিরে আসবে এই ঘটনাটা সত্য তাই সবাই দোয়া করবেন যাতে এই ভালবাসা সর্থক হয় আজ আমি আর কি বলবো
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।