আমাদের কথা খুঁজে নিন

   

চোখের ছানির জন্য কার্যকারী হোমিওপ্যাথি ওষুধ "সিনেরারিয়া ম্যারিটিমা"

সামু আমার মামু প্রায় ছয় মাস আগে আমার এক ফুপুর চোখে ছানির সমস্যা নিয়ে চোখের ডাক্তারের কাছে যান। চোখ দেখে ডাক্তার বললেন যে অপরেশন ছাড়া গতি নাই। অপরেশন এর কথা শুনে আমার ফুপুর অবস্থা খারাপ। তারপরে গেলেন হোমিওপ্যাথি ডাক্তারের কাছে। সেই ডাক্তার তাকে "Cineraria Maritima Schwabe Eye Drops" নামক হোমিওপ্যাথি ওষুধ দেন।

প্রথম মাসে দিনে তিন বার দুই ফোটা করে এবং তারপরের মাস হতে তিন মাস দুই চোখে এক ফোটা করে দিনে একবার। আবার হাল্কা সমস্যা হলে ডাক্তারের কাছে যেতে বলেছেন। তখন আবার ডোজ ঠিক করে দেবেন। বর্তমানে আমার ফুপুর চোখে ছানির সমস্যা একেবারে নাই হয়ে গেছে। চোখের ডাক্তার চোখ পরীক্ষা করে বলেছেন যে এই মুহূর্তে অপরেশনের দরকার নাই ।

জিনিসটা আপনাদের সাথে শেয়ার করলাম যদি আপনাদের কাজে লাগে। সতর্কতাঃ ১। ওষুধ ব্যবহারের পূর্বে কোন শিক্ষিত হোমিও ডাক্তারের পরামর্শ নিয়ে ডোজটা ঠিক করা উত্তম। ২। ভালো দোকান হতে ওষুধ কেনা।

৩। জার্মানির ওষুধ কেনা। সমস্যাঃ ১। ছানির পরিমান একেবারে ০% এ নিতে পারে না। ২।

লং টার্ম ব্যাবহার করতে হয়। ============ দাম দোকান ভেদে জার্মানির ওষুধ (10 ml) ২৩০ হতে ২৬০ টাকা নেবে ============ Schwabe(যারা এই ওষুধ উৎপাদন করে থাকে) ওয়েবে আরো বিস্তারিত তথ্য Cineraria Maritima was first introduced by one of the leading homoeopathic practitioners of Venezuela around 1900 and has since been included in textbooks, materia medica(s) and pharmacopoeia(s). The juice of Cineraria Maritima has long been used in the treatment of cataracts and corneal opacities. Dr. Blackwood (A Mannual of Materia Medica, Therapeutics and Pharmacology) states "Juice of the plant is employed in the treatment of cataract and corneal opacity". According to him, a drop is to be instilled in the eye four or five times a day for several months. The remedy to be effective should be made from fresh expressed juice. A look at the product label of Schwabe Cineraria confirms that the product has ‘50% juice’ blended properly to remain stable and effective. Other homoeopathic literatures like Dictionary of Practical Materia Medica by Clarke or Materia Medica by Dr. William Boericke also recommend juice (succus is the term sometimes used to refer juice) or aqueous extract to be used. A clinical trial of CMS was reported in British Homoeopathic Journal as early as 1970. Thousands of people have benefited in the treatment of corneal opacities, control of cataract, lowering of floaters and for minor problems such as conjunctivitis. Experts on the subject reject the use of tincture or dilutions which has no literature support or clinical trials. Doubts prevail about use of its potencies as external medicines. The product (Cineraria Maritima Schwabe) in the retail market is priced at Rs. 150/- for 10ml bottle and this price, according to the users, is worth it because of the results it gives. Note: Cineraria Maritima Schwabe Eye Drops should be taken under medical supervision. Indication [b]Cataract | Conjunctivitis | Corneal opacities[/b] Dosage/Direction For use If not given other instructions, instill two drops into the eye three times daily. [url]http://www.schwabeindia.com/Schwabe-Germany-Products/Speciality-Products/Cineraria-Maritima-Eye-Drops/Cineraria-Maritima-Schwabe-Eye-Drops.html[/url]  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ২৩ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.