ছবির এ বস্তুটির নাম হট উইংস। মুরগীর তিনখানা পাখনা ফ্রাই করে বিট লবন মেখে দেয়া হয়। এ জিনিষটির দাম ভারতের কেএফসিতে ৪৯ টাকা (মানে বাংলাদেশী ৭৮ টাকার মতো)। অথচ একই বস্তু ঢাকার কেএফসিতে ১৪০ টাকা মানে প্রায় দ্বিগুন। কেন? - আমরা কি ভারতের চেয়েও ধনী রাষ্ট্র? - এদেশে শ্রমের মুল্য কি ভারতের চেয়ে বেশী? - ওভারহেড কষ্ট কি ভারতে চেয়ে বেমী বাংলাদেশের কেএফসিতে? জবাব কার কাছে পাবো?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।