আমি নিজেকে আর নিজের ঘরকে ঠিক করবার চেষ্টা করে যাচ্ছি প্রতিনিয়ত তুই যদি হস, এই বাংলাদেশের অন্যতম প্রধান অর্থনৈতিক রক্তনালীর, একজন আগুনে পুড়ে যাওয়া পোষাক শ্রমিক, তাহলে তুই নিশ্চিত থাকতে পারস, যে, তোর আগুনে পোড়া কাবাবের দাম হল ১০০,০০০ টাকা যা তুই বাস্তবে কোন দিন দেখোস নাই আর বেচে থাকলে দেখতিওনা, ও আরো কথা আছে এই লক্ষটাকার কাবাব আবার কেউ খাবে না, তাই এই কাবাব মাটির নিচে দিতে আরো ২০,০০০ টাকা দেয়ে হবে কাউকে না কেউকে, তুই হয়ত অবাক হবি, যে কেন আমি কাউকে না কাউকে বললাম !!! এই কাবাবের মূল্য ১২০০০০ টাকা তো তোর স্বামী বা সন্তানের পাবার কথা কিন্তু কেউ না কেউ পাবে কেন ?? এর কারন হল তুই এখন কাবাব, লক্ষ টাকার হ আর ৬০ টাকার হ কাবাব দেখেতো আর গরু চেনে যায় না!!! হ্যাঁ তোকে গরু বললাম, তুই একটা গরুই, যদি গরুই না হস তাহলে কি আর কাবাব হইতি???? তাদের কাছে অনেক টাকা ছিল, সেই রকম ব্যাবস্থা নেবার, যা নিলে তুই কাবাব হইতি না। তুই মানুষ হলে কাবাব হইতি না । মানুষের কি আর কাবাব হয় নাকি????? তোর যে বাছুর গুলা এখন আছে ওরা আর কয়েক বছরের মধ্যেই তোর মত কাবাব হবে, আর নয়ত হবে ব্রয়লারের মুরগী এর চেয়ে বেশী কিছুতো না। তুই আমাদের দেশের রক্ত নালীতো কি হয়েছে এর চেয়ে বেশী মূল্য আশা করবি না। গরু কোথাকের না থুক্কু কাবাব কোথাকার, গত মাসে তোর ডান কিডনীটা আগের গারমেস এর মালিকের বৌএর কাছে বিক্রি করলেই পারতি , গরু কোথাকার , মর তুই মর , মর তুই মর , তোর জীবনের দাম নাই আমার কাছে, আর তুই না মরলে তারা ইন্সুরেন্সের টাকা পাইবো কেমনে ???????????? কিন্তু কাবাব তোকে ১৬কোটি সালাম................
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।