আমাদের কথা খুঁজে নিন

   

রাজকুমার কাব্য

একটি সাধারণ জ্ঞানের প্রশ্নঃ বাংলাদেশে এখনও কয়জন রাজা আছেন? কয়জন রাজকুমার এখনও রাজা হবার অপেক্ষায়? বলতে পারবেন? অনেকেই পারবেন। কেউ চিন্তা করার মতো কষ্ট করতে না চাইলে আমিই বলে দিচ্ছি, উত্তর হচ্ছে দুই জন। প্রাচীন আমলে যেমন রাজার ছেলেই শুধু রাজা হতো, এদেশে এখনও তাই হয়। এখানে যারা BNP'র সমর্থক আছেন তাদের কাছে প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি, এবার আপনাদের কাছে আমার একটি প্রশ্ন, তারেক রহমান কে? জানি এয় আহাম্মকি প্রশ্ন শুনে অনেকেই রেগে জাচ্ছেন। আমি জানি আপনি তারেক রহমানের অনেক পরিচয় দিতে পারবেন।

তবে আমি শুধু জানতে চাইব BNP তে তারেক রহমানের কি পদে আছেন? কি বলবেন, সিনিয়র ভাইস চেয়ারম্যান? আচ্ছা ঠিক আছে, এবার বলেন BNP তে কয়জন সিনিয়র ভাইস চেয়ারম্যান আছেন? আপনারা বুঝি সব ভাইস চেয়ারম্যান এর জন্মদিনে সারা দেশে আনন্দ শোভা- যাত্রা করেন? রাত বারটায় কেক কাটেন? ঈদ এর শুভেচ্ছা জানানোর জন্য যে পোস্টার , ব্যানার ছাপান তাতে তাদের সবার ছবি দেন? আবার টিভি তেও সবার জন্মদিনে বিজ্ঞাপন দেন? দেন না? যদি দেন তাহলে আমার কিছু বলার নেই। কিন্তু যদি সব গুলো প্রশ্নের উত্তর না হয় তাহলে আমি জানতে চাই কেন উপরের কাজ গুলো শুধু তারেকের বেলাই হবে? তারেক BNP 'র ভবিষ্যৎ কর্ণধার হবে এইজন্য? এত আগেই আপনারা কেন তারেক'কে এভাবে মেনে নিলেন? কারন তারেক জিয়া' র ছেলে এইজন্য? যদি বলেন হ্যাঁ, তাহলে জানতে চাইব, এই কি তবে গনত্রন্তের নমুনা? একটি গনত্রান্তিক দেশে কি এভাবে একটি শীর্ষ রাজনৈতিক দলের নেতা নির্বাচিত হয়? এবার দ্বিতীয় রাজকুমার কে নিয়ে কিছু বলি। A.L এর ভাইয়ারা, আপনাদের কাছেও ক্ষমা চেয়ে বলছি, বলুন তো এই মুহূর্তে জয় আপনাদের দলের কি পদে আছেন? বাজী ধরতে পারি বেশির ভাগ ই পারবেন না। আমার স্মৃতি যদি প্রতারণা না করে, তাহলে জয় শুধুই একজন সাধারণ সদস্য। তাহলে ঈদ এর শুভেচ্ছা পোস্টারে তার ছবি কেন বঙ্গবন্ধু-হাসিনা'র পাশে দেখা যায়? আপনারাও কি শুধু হাসিনার ছেলে বলেই তাকে ভবিষ্যৎ নেতা হিসাবে মেনে নিলেন? এইবার আপনাদের সবাইকে বলি, তারেক-জয় কে মেনে নিতে আমার কোন আপত্তি নেই যদি তারা নিজেদের যোগ্যতা দিয়ে এই পর্যায়ে আসে।

কিন্তু যদি শুধু রাজপরিবারের সন্তান বলেই তারা সিংহাসন এ বসে তাহলে এটা যে আমাদের দেশের জন্য কতটা ভাল হবে, এটা আমার চেয়ে আপনারাই ভাল বলতে পারবেন। আমার কথায় কেউ আহত হয়ে থাকলে আমি আন্তরিক ভাবে দুঃখিত। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.