দীর্ঘদিন যাবৎ রোহিঙ্গা ইস্যুতে মুখে কুলুপ এঁটে থাকলেও শেষ পর্যন্ত মুখ খুলেছেন মিয়ানমারের নোবেলজয়ী গণতন্ত্রপন্থী নেত্রী অং সাং সুচি। তিনি জানিয়েছেন যে, দুটি পক্ষের মধ্যকার বিবাদমান পরিস্থিতি চলাকালে কারো পক্ষ অবলম্বন করে পরিস্থিতিকে ঘোলাটে করতে চাননি বলেই তিনি এতদিন কোনো মন্তব্য করেন নি। কিন্তু পরিস্থিতির প্রেক্ষাপটে মন্তব্যা না করে আর থাকা যায় না।
এ সময় তিনি আরো জানান, রোহিঙ্গা ইস্যুটি বাংলাদেশ ও মিয়ানমারের যৌথ সমস্যা। একদিকে বাংলাদেশ বলছে, রোহিঙ্গারা মিয়ানমার থেকে এসেছে।
আর অন্যদিকে মিয়ানমার বলছে, রোহিঙ্গারা বাংলাদেশ থেকেই মিয়ানমারে ঢুকেছে। তারা মিয়ানমারের নাগরিক নয়।
এদিকে সুচি’র এই বক্তব্যের তীব্র বিরোধিতা করেছে বাংলাদেশ সরকার। নোবেলজয়ী নেত্রীর এহেন আচরণ ও বক্তব্য হতবাক করেছে সাধারণ মানুষকেও।
উল্লেখ্য এর আগে দেশের অস্থিতিশীল অবস্থায় বিদেশ ভ্রমণে মগ্ন থেকেও সমালোচিত হয়েছিলেন এই নেত্রী।
তো, আপনার কি প্রতিক্রিয়া?
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।