আমাদের কথা খুঁজে নিন

   

শাকুর মজিদের ৪৮তম জন্মদিন আজ

সম্পাদনা করি আমিরাত-বাংলা মাসিক মুকুল। ভালবাসি মা, মাটি ও মানুষকে.. আমাদের বিয়ানীবাজার ডেস্ক: ভ্রমণপ্রিয় কথাসাহিত্যিক, নাট্য ও প্রামাণ্যচিত্র নির্মাতা স্থপতি শাকুর মজিদের আজ ৪৮তম জন্মদিন। কবিতা দিয়ে লেখালেখি শুরু করলেও পরবর্তী সময়ে গল্প-নাটক-ভ্রমণ কাহিনী লিখে সবার নজর কাড়েন তিনি। ১৯৮৫ সালে কুড়ি বছর বয়সে সিলেট বেতারে তার লেখা নাটক ‘যে যাহা করোরে বান্দা আপনার লাগিয়া’ প্রথম প্রচার হয়। ‘লন্ডনি কইন্যা’ বিটিভিতে প্রচারের পর তিনি আলোচনায় আসেন।

এছাড়া তিনি লিখেছেন ‘নাইওরী’, ‘বৈরাতী’, ‘করিমুন নেছা’, ‘চেরাগ’সহ বেশ কয়েকটি টেলিভিশন নাটক ও টেলিফিল্ম। পরিচালনাও করেছেন নাটক-টেলিফিল্ম। বাউল শাহ আবদুুল করিমের জীবন ও দর্শন নিয়ে লিখেছেন মঞ্চনাটক ‘মহাজনের নাও’। আবদুল করিমের জীবন নিয়ে বানিয়েছেন তথ্যচিত্র ‘ভাটির পুরুষ’। দেশ-বিদেশের ভ্রমণচিত্র নিয়ে প্রায় তিন শতাধিক প্রামাণ্যচিত্র বানিয়েছেন তিনি।

ছবি তুলে, নাটক-টেলিফিল্ম ও তথ্যচিত্র বানিয়ে দেশ-বিদেশে অসংখ্য পুরস্কার ও সম্মাননা পেয়েছেন। দেশ ভ্রমণ তার একটি বড় নেশা। প্রায় ৩০টি দেশ ভ্রমণ করেছেন তিনি। প্রকাশিত হয়েছে ‘অষ্টভ্রমণ’, ‘সুলতানের শহর’, ‘লেস ওয়ালেসার দেশে’, ‘সক্রেটিসের বাড়ি’, ‘কালাপানি’, ‘পাবলো নেরুদার দেশে’-সহ ১২টি ভ্রমণকাহিনী। এছাড়াও মঞ্চনাটকের আলোকচিত্র নিয়ে প্রকাশিত হয়েছে বাংলাদেশের প্রথম আলোকচিত্র গ্রন্থ ‘রিদম অন দ্য স্টেজ’।

আত্মজৈবনিক গ্রন্থ ‘ক্লাস সেভেন ১৯৭৮’। বর্ণিল জীবনের অধিকারী শাকুর মজিদের জন্ম সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার মাথিউরা গ্রামে ১৯৬৫ সালের ২২শে নভেম্বর। শাকুর মজিদের জন্মদিন উপলক্ষে আজ সন্ধ্যায় লেখকের জন্মস্থান সিলেটের বিয়ানীবাজার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজন করা হয়েছে এক অনুষ্ঠানের। অনুষ্ঠানে কেক কাটার পর স্মৃতিচারণ, কবিতা আবৃত্তি, গল্প ও সাহিত্য আড্ডা এবং শাকুর মজিদের ওপর নির্মিত তথ্যচিত্র প্রদর্শন করা হবে। এর আগে কাল রাতে রাজধানী ঢাকাস্বিথ তাঁর বাসায় লেখক-সাংবাদিক-স্থপতি, নাট্যকার ও অভিনেতারা এসে তাঁকে শুভেচ্ছা জানান।

বিয়ানীবাজারের যেসব আলোকিত সন্তান দেশ ও দেশের বাইরে আলো ছড়াচ্ছেন। শাকুর মজিদ তাঁদের অন্যতম। তাঁর জন্মদিনে আমাদের বিয়ানীবাজার ও মাসিক মুকুলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। তাঁর জন্মদিনে ছন্দছড়ায় ভালবাসা- নাটক লিখে ছবি তুলে করে ভালো কাম যে জানান দিলে দেশবাসিকে বিয়ানীবাজারের নাম যে ধন্য মাটি ধন্য স্বদেশ তোমায় নিয়ে লেশ করে বলছে সবাই এই ছেলেটা একদিন যেন দেশ গড়ে তোমার বিজয় সবার বিজয় তুমি সবার লোক জন্মদিনটা সুখে এবং আনন্দের-ই হোক। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.