আমাদের কথা খুঁজে নিন

   

বাজেট সামনে রেখে চাঙা বাজার

আসন্ন বাজেটকে সামনে রেখে দেশের শেয়ারবাজারে চাঙাভাব লক্ষ করা গেছে। আজ বুধবার বেলা আড়াইটায় দিনের লেনদেন শেষে দেশের দুই স্টক এক্সচেঞ্জে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। এর ফলে সূচক বেড়েছে। একই সঙ্গে লেনদেন বেড়েছে দুই বাজারে। গতকালের মতো আজও ডিএসইর লেনদেন ৬০০ কোটি টাকা ছাড়িয়েছে।


বাজার সংশ্লিষ্টরা বলছেন, আগামীকাল বৃহস্পতিবার ২০১৩-১৪ অর্থ বছরের বাজেট পেশ করা হবে। বাজেটকে সামনে রেখে বিনিয়োগকারীদের মধ্যে এক প্রকার প্রত্যাশার সৃষ্টি হয়েছে। বাজেটে বাজার বান্ধব ঘোষণা থাকবে এমন প্রত্যাশা করছেন বিনিয়োগকারীরা। এরই ইতিবাচক প্রভাব বাজারে পড়ছে বলে মনে করছেন তাঁরা।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা যায়, আজ ডিএসইতে ৬৬০ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ৪৯ কোটি টাকা বেশি।

গতকালও ডিএসইতে ৬০০ কোটি টাকার ওপর অর্থাত্ ৬১১ কোটি টাকার লেনদেন হয়।
ডিএসইতে আজ সূচক বেড়েছে। ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স সূচক গতকালের চেয়ে ৭৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪০৪৮ পয়েন্টে। এর আগে সকাল সাড়ে ১০টার দিকে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়, যা লেনদেনের শেষ পর্যন্ত অব্যাহত ছিল।
ডিএসইতে আজ ২৮৭টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে।

এর মধ্যে ১৮৩টির দাম বেড়েছে। কমেছে ৭৮টির আর অপরিবর্তীত রয়েছে ২৬টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে তিতাস গ্যাস, ইউনাইটেড এয়ার, মেঘনা পেট্রোলিয়াম, স্কয়ার ফার্মা, বিএসসিসিএল, যমুনা অয়েল, ওরিয়ন ফার্মা, ইউনিক হোটেল, গ্রামীণ ফোন ও সামিট পূর্বাঞ্চল পাওয়ার কোম্পানি।
ডিএসইর পাশাপাশি সিএসইতেও সূচক ও লেনদেন বেড়েছে। দিনের লেনদেন শেষে সিএসইর সার্বিক মূল্যসূচক ১৮৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১২৫৩৬ পয়েন্টে।

সিএসইতে আজ ২১০টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে ১৩৩টরই দাম বেড়েছে। কমেছে ৬৭টির আর অপরিবর্তিত রয়েছে ১০টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। এই স্টক এক্সচেঞ্জে আজ ৫৫ কোটি টাকার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে এক কোটি টাকা বেশি। ।

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.