আমি নতুন কিছু পড়তে ভালবাসি
আমাদের রাজনৈতক শিষ্টাচার যে কোথায় গিয়ে ঠেকেছে তা উপরের কথাগুলো পড়লেই সহজে বোঝা যাবে। বিরোধীদলীয় নেত্রী এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়া সম্পর্কে এই কথাগুলো বলেছেন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি মাহবুব-উল-আলম হানিফ।
আগে জানতাম যারা রাজনীতি করেন তারা সবচেয়ে বেশি ভদ্র, নম্র ও আদর্শিক কিন্তু এখন দেখি যারা রাজনীতি করেন জনগনের দৃষ্টিতে তারা হলেন দেশের সবচেয়ে বেশি বাজে ব্যক্তি। রাজনীতিতে মতপার্থক্য থাকতে পারে তাই বলে একজন রাজনীতিক ভিন্নমতাবলম্বী আরেকজনকে গালি-গালাজ করবে!?
আমাদের সাবেক প্রধানমন্ত্রী সত্যিই রান্নাঘর থেকে প্রধানমন্ত্রী হয়েছেন, এটা তো কোন লজ্জার বিষয় নয় বরং এটা হলো গর্বের বিষয়। সারা বিশ্বে আমরা বলতে পারি- দেখেন আমাদের দেশের একজন গৃহিনীও কত যোগ্যতাসম্পন্ন, যিনি এত ছোট থেকে কত বড় হয়েছেন।
কিন্তু আমরা সেটা না বলে উল্টো টিপ্পনী কাটতে লাগলাম।
এমন অনেক দেশ আছে যাদের রাষ্ট্র প্রধানরা জীবনের শুরুতে বেগম জিয়ার চেয়েও ছোট কাজ করতেন। বর্তমান বিশ্বের মোড়ল আমেরিকার প্রেসিডেন্ট বারাক ওবামা এই কিছুদিন আগেও উল্লেখযোগ্য কোন অবস্থানে ছিলেন না। সবচেয়ে অবহেলিত কালো একজন মানুষ আজকে সাদা ঘরে বাস করছেন- কই তাতে তো তাকে নিয়ে আমেরিকার কোন আপত্তি নাই বরং বিশ্বের মানুষ আজকে ওবামাকে নিয়ে গর্ব করে।
আব্রাহাম লিঙ্কন করতেন চিনাবাদামের ব্যবসা আর সেখান থেকেই তিনি আমেরিকার প্রেসিডেন্ট হয়েছেন, কই সেখানেওতো কোন সমস্যা হয়নি।
নাম-গোত্রহীন এডলফ হিটলার একাডেমিক কোন যোগ্যতা ছাড়াই সারা বিশ্বকে শাসন করলেন, কই তখনতো তার শিক্ষা নিয়ে কোন প্রশ্ন উঠেনি।
ভারতের সাবেক রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম একসময় পেপারের হকারী করতেন, কই তাকে এতবড় ক্ষমতাধর একটা রাষ্ট্রের রাষ্ট্রপতি বানানোর সময়তো কোন কথা উঠলো না।
দূরের কথা থাক, আমাদের দেশের বর্তমান প্রধানমন্ত্রীর সার্টিফিকেটও যে অনেক ভাল তা কি বলা যায় কিন্তু এরপরওতো তিনি আমাদের দুইবারের প্রধানমন্ত্রী এবং এটাই আমাদের দেশের জন্য গর্বের কারন। একাডেমিক সার্টিফিকেট আর দেশ পরিচালনার যোগ্যতা এক নয়। ড. মুহাম্মাদ ইউনুস আমাদের দেশর জন্য গর্ব কিন্তু কই তিনিতো রাজনীতিতে টিকে তাকতে পারলেন না।
তার মানে সবার যোগ্যতা এক নয়।
আমাদের দেশের প্রধান কবি আল মাহমুদের কি সার্টিফিকেট আছে, এর আগে বিশ্ব কবি, জাতীয় কবি সহ অনেকের ব্যাপারেই আমরা জানি কিন্তু আজকে তাদের লেখা পড়েই আমাদের হানিফ সাহেব এতবড়(!) শিক্ষিত হয়েছেন। কই তিনিতো কখনও বলেননি যে ঐ অর্ধশিক্ষিত লেখকদের বই পড়ে আমি সার্টিফিকেট অর্জন করতে পারি না।
আমি প্রথমে মনে করেছিলাম আমাদের হানিফ সাহেব রাজনৈতিক নেতা হিসেবে বেগম জিয়ার সুনামই করবেন কিন্তু তিনি যে এত ছোট মানসিকতার পরিচয় দিবেন তা কখনও ভাবিনি। এভাবে যদি আমাদের রাজনৈতিক অঙ্গন চলতে থাকে তাহলে আগামীতে আমরা একটা বাজে অবস্থার মুখোমুখি হতে পারি।
আমরা আশা করবো- রাজনৈতিক ব্যক্তিরা হাজারো মতভেদ তাকা সত্ত্বেও একজন আরেকজনকে মূল্যায়ন করবেন এবং দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখার চেষ্টা করবেন।
খবর এখানে ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।