যা বিশ্বাস করি না, তা লিখতে-বলতে চাই না, পারবোও না। কিন্তু যা বিশ্বাস করি, তা মুখ চেপে ধরলেও বলবো, কলম কেড়ে নিলেও লিখবো, মারলেও বলবো, কাটলেও বলবো, রক্তাক্ত করলেও বলবো। আমার রক্ত বরং ঝরিয়েই দাও, ওদের প্রতিটি বিন্দুর চিৎকার আরও প্রবল শূনতে পাবে। জন্ম- জন্মান্তরে শুধু একজনকে পেয়েছি,
মনের মানসপটে প্রিয়তমা, তোমারে ভালবাসিলাম,
শত জন্মেই তাই নিজের করে চাইলাম ।
ভোরের স্বপ্ন নাকি সত্য হয় শুনেছি,
তারা ঝরার ক্ষণে, ইচ্ছে নাকি পূর্ণ হয় জেনেছি।
মানবী তোমাকে যে ভালবাসি প্রতিক্ষণে,
ভোর- সকাল-দুপুর-রাত্রি প্রহরের স্বপ্ন তুমি,
হতে কি পারে তবে, তোমায় পাবোনা?
শুধুই আমার তরে,
আপনার করে ?
হৃদয়ের সমস্ত রংতুলির অবুঝ আঁচরে তোমাকেই এঁকে চলি তোরে,
তুমি, তুমি আর তুমি রব শুধু মনটা জুড়ে ।
দিবা-রাত্র একটি চাওয়ার নাম যখন তুমি,
কি করে হতে পারে বল,
তুমি একটুও দূর হতে পারো এ মনের?
তোমায় যে বেসেছি ভালো,
খুব বেশি, করেছি এ প্রানের ।
নাইবা দেখলাম সপনে তোমায়,
তুমি যে আমার জাগরণে, বাস্তব,
মনের পটভূমিতে অত্যন্ত ধ্রুব ।
স্বপ্ন কিংবা সচেতন,
যেই তুমির তরে পাগলপারা এই মন,
মানবী দেবী-প্রিয়া, বাঁচবে কি করে এই জন
তোমায় ছাড়া ?
কি করে বাঁচবার প্রয়াসে দেখাবে ধৃষ্টতা বলো?
তারাদেব যদিবা তোমায় না তুলে দিতে চায় এই হাতে,
শূন্য হাতে বাঁচব কি বলো প্রিয়তমেষু?
এই আমার শুরু থেকে শেষ,
আদি থেকে অন্ত,
বর্তমান থেকে ইতিহাস,
শুধুই যে এক "তুমির" বিশ্বাস,
কোনো অবুঝ অনুভুতির জীবন, তুমি নিশ্বাস ।
আমি মানিনা গ্রহ কিংবা নক্ষত্র,
বুঝিনা, মনুষ্য নিয়ম-গোত্র,
জানি শুধু আমি বলতে আমি নেই আর,
এ যেন কোনো রুপান্তরিত মানবাত্না, শুধু তোমার ।
জানিনা কোনো বাধা, চিনিনা কোনো পথ,
শুধু জানি হাঁটতে, তোমার পথে, তোমার সাথে
জানি এক বন্ধন, এই হাত, তোমার হাতে..................।
___________________________________________________
আদ্যপান্ত লেখার বেশ অনেক দিন হয়ে গেল। কয়েকমাস তো হবেই। আমার বেশ পছন্দের একটি কবিতা এটি। তাই পোস্ট করতে ইচ্ছে হলো।
আপনাদের সামান্যতম ও ভালো লাগলে সার্থকতা পাবে চেষ্টাটি।
শুভরাত্রি, সকলকে ধন্যবাদ।
______________________________________________আহমেদ ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।