আমাদের কথা খুঁজে নিন

   

জঙ্গলে প্রর্তাবরতন

আমি ভাত খাই অথবা ভাত আমার দ্বারা খাওয়া হয় যখন জঙ্গলে আমি বসে থাকি, আশেপাশে জ্বলে অজস্র জোনাকি। আকাশের পানে চেয়ে দেখি, চাঁদটা আমায় দেখে দিচ্ছে উঁকি। বনের পাখিরা আমায় দেখে দিয়ে যায় শিস, বনের পশুরা আমায় দেখে কেঁদে কেটে অস্থির। আমি তাদের দেই সান্ত্বনা- বলি তাদের আর কেঁদো না, আমি আর তোমাদের ফেলে যাব না.. আমি চলে এসেছি তোমাদের মাঝে।। মানুষ হয়েও বাস করব তোমাদেরেই সাথে, যাব না আর ফিরে মানুষ রুপী হিংস্র জন্তুদের কাছে। যারা মেতে উঠে হিংস্র রক্তের হোলি খেলায়- যারা বুঝে না মানবতা বুঝে না ন্যায়- অন্যায়, মানবতা কে যারা ভাসিয়ে নিচ্ছে রক্তের বন্যায়। আমি কেন যাব ফিরে তাদের মাঝে? অতএব আমি জঙ্গলেই থাকি অন্ধকার রাতে বসে বসে দেখব অজস্র জোনাকি ..........................................।।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।