রুটিন জীবন নিংড়ানো ভালবাসা, সবার জন্য বিপদে যাদের কথা সবার আগে মনে পড়ে তারা হল আমার ব্লগার ভাইরা। এত দ্রুত সাহায্য আর ইনফো আর কোথাও পাইনা। তাই আবারো আপনাদের শরনাপন্ন ।
একটা বাজাজ ডিসকভার ১০০ কিন্তে চাচ্ছি ।
কিন্তু এত দাম+রেজিঃ খরচ at a time কষ্টসাধ্য হয়ে যাচ্ছে ।
ঢাকায় কোথাও কোন শো-রুম এ বাজাজ কিস্তি/ডাউন পেমেন্ট সিস্টেমে বিক্রি হয় কিনা জানা দরকার । সার্চ ইঞ্জিন থেকে কোন সাহাজ্য মিলছেনা । আপনাদের জানা কোন ইনফো আছে এ ব্যাপারে?
বাইকের ব্রান্ড/মডেল সম্পর্কে কোন সাজেশন থাকলে সানন্দে কমেন্ট করুন । আমি বাইক দুনিয়ার খোজখবরে নবিস বলা যায় । তবে মাথায় রাখবেন আমার প্রতিদিন আপ-ডাউন বাবদ প্রায় ৬৫ কিলো চালাতে হবে (সাভার-ধানমন্ডি)।
বাজাজ ডিসকভার ১০০ সিলেক্ট করার এটাই কারণ । যদ্দুর জেনেছি এটি লিটারে ৭০ যায় । আমার এরকম ৬৫-৭০ মাইলেজের একটা বাহন দরকার । ফুয়েলের যে চুম্বি দাম... ডেইলি ১লিঃ এর বেশি অফিস বাবদ খরচ করাটা... বোঝেনইতো..
first time max 1lac খরচ করতে পারবো । সুতরাং জলদি মডেল আর কোথায় সহজ কিস্তি বা বাজাজ (%) ডাউন পেমেন্টে পাওয়া যাবে জানন ভাই ।
জ্যামে জটে ঘামে ভেজা গা... ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।