আমি কেবলই আমার মতো পৃথিবীতে সবসময়েই ভাষা ও সংস্কৃতি পরিবর্তনের মধ্য দিয়ে নতুনরুপে হাজির হয়েছে। যেমন আমাদের বাংলা ভাষা ও সাহিত্য। আমাদের প্রথম সাহিত্য চর্যাপদ দেখলেই বুঝা যায়, একহাজার বছর আগের বাংলা ভাষা ও সাহিত্যের রুপ-রস কত ভিন্ন ছিল। মধ্যযুগের বৈষ্ণব পদাবলী তথা মঙ্গলকাব্য সেগুলোও আজকের থেকে ভিন্নতর ছিল। অর্থাৎ সময়ের সাথে সাথে এগুলো পরিবর্তিত হয়েছে।
ভাষা বদলায় মানুষের কণ্ঠে। যেমন 'প্রাচীন ভারতীয় আর্যভাষা' মানুষের মুখে মুখে বদলে পরিণত হয়েছে ও জন্ম নিয়েছে 'পালি' ভাষার। পালি থেকে 'প্রাকৃত ভাষা' এবং এই প্রাকৃত ভাষা থেকেই জন্ম আমাদের মাতৃভাষা বাংলা ভাষা। তারমানে অন্য সকল কিছুর মতো ভাষাও জন্ম নেয়, বিকশিত হয় এবং কালে কালে রুপ বদলায়। লাল নীল দীপাবলিতে হুমায়ূন আজাদ স্যার এভাবেই লিখেছেন।
এখন কথা হলো, বর্তমানে আমরা যে বাংলা ভাষার চর্চা করছি এটাও কী এভাবেই ঠিক থাকবে নাকি বদলাতে বদলাতে একদিন অন্যরকম হয়ে যাবে? আমারতো মনে হয় বদলে যাবে। যার সুস্পষ্ট লক্ষন প্রথম আলোর নিজস্ব ভাষারীতির প্রচলন এবং রেডিও জকি'র নিজস্ব উচ্চারনে ভাষার পরিবর্তন। অনেকেই নিজস্ব একধারা তৈরি করে সাহিত্য চর্চাও করছে। ফেসবুক ও ব্লগে এগুলো দেখা যায়। এসবের সঙ্গে রয়েছে ভিন্ন ভাষার সাহিত্য ও সংস্কৃতির অনুপ্রবেশ।
এসবের সম্মিলিত রুপান্তরেই হয়ত একদিন আজকের আমাদের বাংলা ভাষা পরিবর্তিত হয়ে যাবে।
এরপরেও কথা থেকে যায়। অনেকেই বাংলা ভাষার বর্তমান আদল বহাল রাখতে বদ্ধপরিকর। এক্ষেত্রে তাঁরা গোড়ামুখী। তাঁরা কী জানেনা যে, আজকের ভাষাটিও ক্রমে পরিবর্তনের মধ্য দিয়েই আমাদের সামনে হাজির হয়েছে? ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।