আমাদের কথা খুঁজে নিন

   

আবেগ বেঁচে থাকুক চিরকাল...

আমি যা বিশ্বাস করি না... তা বলতেও পারি না! একজন পোষ্টে আইডিয়া দিলো- অনেক তো উপরের দিক থেকে খোড়াখুড়ি হলো, এবার ধ্বসে যাওয়া ভবনের সামনে একটা গর্ত করা হোক! তারপর? তারপর সেই গর্ত খুড়ে একটা সুড়ঙ্গ করে নিচের তলাতে পৌছাবে উদ্ধারকারী দল!!! উনি বোধহয় ভুলেই গেছেন- বিল্ডিংটার ছয় তলা ফাউন্ডেশন ছিল। মাটির নিচে যে পরিমান কনক্রিট আছে তা কেটে একটা সুড়ঙ্গ তৈরী করা রিতিমত অসম্ভব! তাছাড়া নিচের দিকের তলাগুলো স্যান্ডউইচ হয়ে আছে... ওখান দিয়ে বের হওয়াও অসম্ভব! তাছাড়াও আরো অনেকগুলো ব্যাপার আছে... গর্ত করে এগিয়ে যাওয়া এতো সহজ নয়! রিতিমত সোনা/কয়লার খনি উত্তোলনের মত বিশাল প্রজেক্ট করতে হবে! এই অদ্ভুদ আইডিয়া ওনার মাথায় কিভাবে আসলো? কেউ কি জানে? আমি জানি! আসলে উনি কথাটা বলেছেন আবেগে! আবেগের কাছে বিবেকবুদ্ধি অচল! এই আবেগকে শ্রদ্ধা না জানিয়ে উপায় নেই! ভাবতে ভালো লাগে- সম্পূর্ণ অপরিচিত কিছু মানুষের জন্য কী পরিমান অন্ধ আবেগ কাজ করছে আজ আমাদের মধ্যে! যে মানুষগুলোর সাথে রোজই আমাদের দেখা হয় পথে ঘাটে। যে মানুষগুলোকে প্রায়ই দেখি লোকাল বাসের কনট্রাকটরের সাথে বাস ভাড়া ৫ টাকা না ৬ টাকা- এই নিয়ে ঝগড়া করছে! এই মানুষগুলোই ফুটপাথের পাশে গড়ে ওঠা মার্কেটের কাস্টমার। ফুটপাত ধরে হেঁটে যাবার সময় পুরো ফুটপাত দখল করে রাখার জন্য রোজ এদের দিকেই বিরক্তি নিয়ে ভ্রুকুচকে তাকাই... এই মানুষগুলোর জন্যই আজ ফেসবুকে-টকশোতে "আমার ভাই, আমার বোন" বলে গভীর আবেগ প্রকাশ করছি... এই মানুষগুলোকেই আজ উদ্ধার করার জন্য সমস্ত প্রচেষ্টা ঢেলে দিচ্ছি। একটা একটা করে মানুষকে গভীর মমতায় টেনে বের করছি ধ্বংসস্তূপের নিচ থেকে। হোক তা বিগলিত লাশ বা হাত-পা কাটা আহত দেহ! অথচ গতকালও এই লোকগুলোর সাথে পথে চলতে ধাক্কা লেগেছে! বিরক্ত হয়ে মনে মনে ভেবেছি- "স্টুপিডগুলো রাস্তায় হাটাও শেখেনি!" এই মানুষগুলোই সেই মানুষ... আমার ভাই, আমার বোন... কাল যখন আবার ওদের সাথে আমার পথে দেখা হবে- আমি আমার ভাই-বোনগুলোকে চিনতে পারবো তো? তখনও ওদেরকে গভীর মমতায় গভীর আবেগে ভাই-বোন বলে ভাবতে পারবো তো? এই উদ্ধার কাজ শেষ হবে একদিন... কিন্তু তারপর? তারপরেও মনে থাকবে তো আমার এই ভাই-বোনগুলোকে? আহত, পঙ্গু এই আমার ভাই-বোনদের পরিবারের পাশে আজকের মতই থাকব তো আমি! পুরো জাতি আজ দলমত নির্বিশেষে একত্রে কাজ করছি। কাজ করছি কিছু "মানুষ"কে বাঁচানোর জন্য! "মানুষ"দের প্রতি আমার এই মমতা, এই মনুষত্ব বেঁচে থাক চিরকাল...

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.