জীবনে কোনও আফসোস নাই :) জৈনিক 'ক' একবং জনৈক 'খ' একটি সরকারি অফিসে চাকরি করেন এবং দুজনের একজনও ঘুষ খান না । 'ক' ঘুষ খন না কারণ ওনার রুমে সি সি ক্যাম বসানো আছে যেগুলো সরাসরি মনিটর করেন সিকিউরিটি বিশেষজ্ঞ জনাব ' সিকিউরিটি বাবা ' । 'খ' এর রুমে সি সি ক্যাম না থাকলেও উনি ঘুষ খান না । জনৈক 'ক' খুবই নীতিবান মানুষ এবং তার মতে সিসি ক্যামের ভয়ই নীতিবোধের প্রধান উৎস তাই তিনি একদিন লাঞ্চ আওয়ারে 'খ' কেও নিজের রুমে ক্যাম ইন্সটলের আহবান জানান । ঘুষ ঠেকাতে কার্যকর হলেও সিসি ক্যাম কিভাবে নীতি বোধের উৎস হয় সে বিষয়ে 'খ' নিজের রুমে এসে ভাবতে থা্কলেন । এমন সময় 'ক' এর রুমে 'ক' সহ বেশ কয়েকজনের চিৎকার শোনা যায় - " জয় বাবা সিকিউরিটি মহারাজের জয় " (অসমাপ্ত )
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।