মিশরে সামরিক অভ্যুত্থানের নায়ক জেনারেল আব্দেল ফাত্তাহ আল-সিসি বলেছেন, তিনি সেদেশের প্রেসিডেন্ট পদে নির্বাচনে লড়তে প্রস্তুত রয়েছেন।
রাজধানী কায়রোয় গতকাল শনিবার এক সামরিক অনুষ্ঠানে জেনারেল সিসি বলেন,'আমি জনগণের অনুরোধ এবং সেনাবাহিনীর সমর্থন পেলেই কেবল নির্বাচনে লড়ব। আমরা গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য কাজ করছি।'
জেনারেল সিসি মিশরের নয়া সংবিধানের ব্যাপারে আসন্ন গণভোটে বিপুলভাবে অংশগ্রহণের জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান। আগামী মঙ্গল ও বুধবার ওই গণভোট অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, গণভোটে সংবিধান অনুমোদিত হয়ে গেলে তার ভিত্তিতে সেদেশে প্রেসিডেন্ট ও সংসদ নির্বাচন অনুষ্ঠানের পথ সুগম হবে। আসন্ন গণভোটে নিবন্ধিত ভোটারের সংখ্যা পাঁচ কোটির কিছু বেশি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।