মিসরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির সমর্থকদের উদ্দেশ করে সেনাপ্রধান জেনারেল আবদুল ফাত্তাহ আল-সিসি বলেছেন, মিসরে ‘সবার জন্য সুযোগ রয়েছে’। মুরসি-সমর্থকদের প্রতি ‘গণতন্ত্রের পথ পুনর্নির্মাণ’ ও ‘রাজনৈতিক প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত’ হতে সহায়তার আহ্বান জানান তিনি। তবে একই সঙ্গে সতর্ক করে দিয়ে বলেন, সহিংসতার মুখে সেনাবাহিনী নীরব থাকবে না।
গতকাল রোববার সেনা ও পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে দেওয়া ভাষণে এসব কথা বলেন মিসরের এই মুহূর্তের ভাগ্যনিয়ন্তা। বুধবার কায়রোর দুটি বিক্ষোভস্থল থেকে রক্তক্ষয়ী অভিযানের মাধ্যমে মুরসি-সমর্থকদের উচ্ছেদ করার পর থেকে এটাই সেনাপ্রধানের প্রথম প্রকাশ্য বক্তব্য।
গত চার দিনে মিসরে সহিংসতায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে সাড়ে সাত শর বেশি। আর গতকাল কায়রোর একটি কারাগার থেকে পালানোর চেষ্টাকালে নিরাপত্তা বাহিনীর গুলিতে ৩৬ জন মুরসি-সমর্থক নিহত হন।
মিসরের সেনাবাহিনীর ফেসবুক পাতায় আল-সিসিকে উদ্ধৃত করে বলা হয়, ‘আমরা দেশের ধ্বংস, জ্বালাও-পোড়াও এবং নাগরিকদের ভীতসন্ত্রস্ত করা নীরবে বসে থেকে দেখব না। ’
তবে আল-সিসির কণ্ঠে এদিন দৃশ্যত কিছুটা আপসের সুরও শোনা যায়। তিনি বলেন, ‘সংকট শান্তিপূর্ণভাবে সমাধানের জন্য আমরা অনেক সুযোগ দিয়েছি।
আমরা তাদের সংঘাতে লিপ্ত হয়ে দেশকে ধ্বংস করার বদলে “গণতন্ত্রের পথ পুনর্নির্মাণ” ও “রাজনৈতিক প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত” হওয়ার আহ্বান জানাই। ...মিসরে সবার অংশগ্রহণের সুযোগ রয়েছে। মিসরীয়দের প্রতি ফোঁটা রক্তের মূল্য সম্পর্কে আমরা সচেতন। ’।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।