আমাদের কথা খুঁজে নিন

   

আবারো গাজায় যুদ্ধ শুরু করেছে ইসরাইল, বিজয়ের আশ্বাসবাণী শোনালেন হামাস নেতা

ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের নেতা ইসমাইল হানিয়া বলেছেন, গাজা উপত্যকার লাখ লাখ ফিলিস্তিনি মৃত্যুর জন্য প্রস্তুত রয়েছেন, কাজেই তাদেরকে হত্যা করার হুমকি দিয়ে কোনো লাভ নেই। বুধবার ইসরাইলি বিমান হামলায় হামাসের সামরিক শাখার কমান্ডার আহমেদ আজ-জাবারি নিহত হওয়ার পর প্রথম ভাষণে হানিয়া বলেছেন, "আমরা ইতিহাস সৃষ্টির দ্বারপ্রান্তে অবস্থান করছি। ফিলিস্তিনের ওপর ইহুদিবাদীদের দখলদারিত্ব শেষ হতে চলেছে। মহান আল্লাহ আমাদের সঙ্গে রয়েছেন। যে জাতি আল্লাহর রাস্তায় নিজেদের জীবন বিসর্জন দিতে প্রস্তুত, তাদের বিজয় অবশ্যম্ভাবী।

" বুধবার জাবারিকে নৃশংসভাবে হত্যা করার পর হামাসের অন্যান্য নেতাকেও একই কায়দায় হত্যা করার হুমকি দিয়েছে তেল আবিব। তার জবাবে ইসমাইল হানিয়ে রেকর্ড করা এক ভিডিও ভাষণে বলেছেন, "আমার রক্ত লাখ লাখ ফিলিস্তিনির রক্তের চেয়ে বেশি মূল্যবান নয়। যে হাজার হাজার ফিলিস্তিনি মাতৃভূমি মুক্তির জন্য শহীদ হয়েছেন তাদের রক্তের চেয়ে আমার রক্ত বেশি লাল নয়। এক হানিয়ার মৃত্যু হলে লক্ষ হানিয়া যোগ দেবে ইসরাইল বিরোধী প্রতিরোধ আন্দোলনে; যার ফলে বানের পানির মতো ভেসে যাবে ইসরাইল। " এর আগে গাজায় বিমান হামলা চালিয়ে হামাসের শীর্ষস্থানীয় নেতা শেখ আহমাদ ইয়াসিন ও আব্দুল আজিজ রানতিসিকে হত্যা করেছিল ইসরাইল।

আল জাযিরা টেলিভিশনে প্রচারিত ভিডিও ভাষণে ইসমাইল হানিয়া ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে আরব বিশ্বের প্রতি আহবান জানান। তিনি বলেন, চার বছর আগের আরব বিশ্বের সঙ্গে বর্তমান আরব বিশ্বের ব্যাপক পার্থক্য রয়েছে। ইসলামী গণজাগরণের ভিত্তিতে মিশরে নতুন সরকার প্রতিষ্ঠিত হয়েছে। গাজায় ইসরাইলি হামলার নিন্দা জানানোয় হামাস নেতা মিশরের প্রেসিডেন্টকে ধন্যবাদ জানান। গাজাবাসীসহ সব ফিলিস্তিনি জনগণকে সর্বোচ্চ আত্মত্যাগের জন্য প্রস্তুত থাকার আহবান জানিয়ে হামাস নেতা আবারো বলেন, তাদের বিজয় সুনিশ্চিত।

আল্লাহর প্রতিশ্রুতি অনুযায়ী দখলদার শক্তি পরাজিত হতে বাধ্য। # বৃহস্পতিবার ইসরাইলি হামলায় বিধ্বস্ত ফিলিস্তিনি ভবন ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।