আমাদের কথা খুঁজে নিন

   

স্টেডিয়ামে যখন আপু সংকট

I always believe in participation not in performance. পার্ট-১: যারা টিভিতে খেল দেখেন তাদের কারোই অজানা নয় যে, যতটুকু সময় দর্শক সারিতে ক্যামেরা ফোকাস করা থাকে তার মধ্যে প্রায় সবটুকু সময়ই আপুদের দেখানো হয়,কালেভদ্রে আন্টিদের [অন্যান্য কেসগুলো প্রায় উপেক্ষণীয় :/ ] . যাই হোক এই ব্যাপারে আসলে আমার স্ট্যাটাস না। জাস্ট একটা অভিজ্ঞতা শেয়ার করব। নিউজিল্যান্ডের সাথে একটা টেস্ট ম্যাচের একটা দিন ছিল পুরা চার্মহীন। ঐ দিনের খেলা দেখতে তেমন দর্শক আসে নাই। আপুরাও না।

ওভারের ফাঁকে ফাঁকে ক্যামেরাম্যান পুরা দর্শক সারি খুঁজেও একটা আপু পাইল না। . কিন্তু তিনি দমে যান নাই। সিকিউরিটির স্বার্থে নিয়োজিত ছিলেন কিছু পুলিশ আপু। এবার দেখি উনাদেরকেই দেখানো শুরু হলো। প্রতি বল পর পরই পুলিশ।

. . পার্ট-২: ইনাশাল্লাহ ১০০ রানের লিড নিব। [যদিও নাঈমের ডাবল সেন্চুরীর কথা বলে অলরেডী ধরা খাইছি ] ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.