আমি ব্লগার; ধর্মান্ধ জঙ্গী আর ধর্ম নিয়ে কটুক্তিকারী উভয়কেই সমান ঘৃণা করি! দুই / তিন লাইনের কিছু ফালতু পোষ্ট আর কপি-পেষ্ট পোষ্ট নিরুৎসাহিত করতেই সম্ভবত কিছুটা বাছায় করে নির্বাচিত পোষ্ট নামে একটা পাতা চালু করা হয়েছিল। কি ক্রাইটেরিয়া ধরে পোষ্ট নির্বাচন করা হয় সেটা যেহেতু সামুর মামুরা ক্লিয়ার করে কিছু বলেন না, তাই শুরু থেকেই পোষ্ট বাছায় নিয়ে অনেকের অসন্তোষটি আছে। কষ্ট করে লেখা পোষ্ট নির্বাচিত পাতায় না আশাতে অনেকেই পোষ্ট নির্বাচনে সুক্ষ কারচুপির অভিযোগ করে থাকেন। আবার সেই লেখকের পরের পোষ্টই নির্বাচিত পাতায় গেলে চুপিচুপি খুশি হন। এটাই সবভাবিক, আমি সে বিষয়ে কিছু বলছি না।
বরং নির্বাচিত পাতায় আরো বেশী সংখক পোষ্ট যাওয়া উচিৎ বলে আমি মনে করি। আমার মতে, কোন পোষ্ট পড়ে যদি মনে হয় লেখক যত্ন নিয়ে কষ্ট করে তার কথা গুলো লিখতে চেয়েছেন তাহলে সেই পোষ্ট গুলোই নির্বাচিত সেকশনে নেওয়া উচিৎ। কারন ২/৩ ঘণ্টা ধরে কষ্ট করে লেখা একটা পোষ্ট যদি ১৫ মিনিটেই প্রথম পাতা থেকে সরে যায় কষ্ট লাগারই কথা। অন্য দিকে নির্বাচিত হওয়ার সৌভাগ্যে একই মানের পোষ্ট গুলো দিনের পর দিন স্টিকি পোষ্টের মত চোখের সামনে থাকাটাও বিরক্তিকর!
বর্তমানে নির্বাচিত পাতায় প্রথম তিনটি পোষ্টের দিকে খেয়াল করে দেখেন, ৩য় টি গত রাত ২.১৮ তে, ২য় টি দুপুর ১২.১৪ আর ১ম পোষ্ট টি আসল এই মাত্র ৬.৩২ এ। গত রাত থেকে সামুতে প্রায় শত খানেক পোষ্ট এসেছে; এর মধ্যে কি নির্বাচিত পাতায় আশার মত কোন পোষ্ট ছিল না? আমি যতগুলো পোষ্ট দেখেছি তাঁর মধ্যে অন্তত ২০/২৫ টি পোষ্ট যথেষ্ট ভাল ছিল; সেগুলো নির্বাচিত পাতায় আশার দাবি রাখে।
এবিষয়ে ব্লগারদের মতামত আশা করছি।
বিঃ দ্রঃ যে পোষ্ট গুলি নির্বাচিত পাতায় এসেছে সেগুলো নিঃসন্দেহে ভাল পোষ্ট, আমার লেখা কোনভাবেই সেইসব পোষ্টের বিরুদ্ধে নয়; দয়াকরে ভুল বুঝবেন না। আমার মূল বক্তব্য নির্বাচিত পাতায় আরো অনেক বেশী পোষ্ট আশার স্বপক্ষে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।