১৯৯০ এর কোন এক সকাল। মনযোগ দিয়ে অফিসের ফাইল দেখছি। ইউএনও সাহেব হন্তদন্ত হয়ে ছুটে এলেন। লাল ফিতার ফাইল খুলে সামনে মেলে ধরলেন। বেশীরভাগ ফাইল পিওন দিয়ে পাঠিয়ে দেন।
যেটার মধ্যে তার ব্যাক্তিগত লাভ আছে, সেই 'ওজনদার' ফাইলটাই শুধু তিনি নিজে বহন করে আনতেন। অজানা বিস্ময়ে তাকাতেই ব্যাখ্যা দিলেন। উপজেলার সবচেয়ে বড় হাট-বাজার টেন্ডার করা হয়েছে। সরকারি নিয়মানুযায়ী তিনি নিজে টেন্ডার কমিটির চেয়ারম্যান। সদস্য উপজেলা প্রকৌশলী ও একজন ইউপি চেয়ারম্যান।
তো ফাইল পড়ে আমার প্রায় ভিমরি খাবার অবস্হা। টেন্ডার পেয়েছেন আমার নিজের ছোট ভাই। একই বাসায় থাকি, একই ছাদের নীচে ভাত খাই। কিন্তু বাসা থেকে আসার আগে বলে এসেছিলাম, এবার টেন্ডার না করতে। যেহেতু আমি এবার উপজেলা চেয়ারম্যান।
ও সেটা শুনবে না, কারন সে ব্যবসায়ী, প্রত্যেকবার ওটা টেন্ডার করে সে নিজেই পায়, আগেরবার অন্য চেয়ারম্যানের সময়ও সে পেয়েছিল। এবার কেন পাবে না? যাহোক, ইউএনও সাহেব কে বললাম, যেহেতু আমার আপন ভাই টেন্ডার পেয়েছে, আপনি সম্ভবত ফেয়ারভাবে করেন নাই। তিনি দেখালেন কারা কারা টেন্ডারে অংশ নিয়েছে। দেখলাম, যিনি সবচেয়ে বেশী প্রতিদ্বন্দিতা করেন সেই শক্তিশালী একটা পার্টির নাম নেই। বললেন, সবাইকে নোটিশ দিলেও তারা এবার আসেন নাই।
বললাম, পুনরায় টেন্ডার করুন। ইউএনও সাহেব পুনরায় টেন্ডার করে একই রেজাল্ট এনে দিলেন। বলেলেন আর কেউ না এলে আমি কি করতে পারি। যিনি পেয়েছেন, তিনি যদি আপনার ভাই না হতেন তা হলে কি এটা দিতেন না? আমি বললাম, জ্বি, যেহেতু আমার ভাই, আমার মনে হচ্ছে আপনি তাকে ফেভার করছেন। যান, আবার টেন্ডার করুন।
এবার দিয়ে তিনবার ফেরত পাঠাতে তারা খুব মনক্ষুন্ন হলেন। এবার তারা সরাসরি ঐ শক্তিশালী পার্টিকে ডেকে তাদের একটা পাতানো টেন্ডারে সই নিয়ে আবারও আমার ভাইকে জিতিয়ে নিয়ে এলেন। পর পর তিনবার। সব বড় বড় পার্টিও অংশ নিয়েছে। কি আর করা! অনুমোদন দিতে বাধ্য হলাম।
রাতে বাসায় খাবার টেবিলে সবার বকা খেলাম। আমার একগুয়েমির জন্য আমার ভাইকে প্রতিদ্বন্দি পার্টিকে তার বাসা থেকে ডেকে এনে লক্ষ টাকার শ্রাদ্ধ করতে হয়েছে। ওরা পুরাই টাকাটা ফাও নিয়ে গিয়েছে। মাথা নীচু করে খাবার টেবিল থেকে দ্রুত কেটে পরলাম। সেদিন এভাবে নিজেকে স্বজনপ্রীতি থেকে রক্ষার যথাসাধ্য চেষ্টা করতে পারলেও, আজ এতদিন পর এই কানাডার মত দেশে আমি নিজেই মস্তবড় এক স্বজনপ্রীতির শিকার হলাম।
ইয়েস, ইট হ্যাজ হ্যাপেনড টুডে ইন দ্যা নেইম অফ এ্য 'রিলেসনশীপ বিল্ডিং। ' শুধু মনে মনে বললাম, টু মাচ রিলেশনশীপ ক্যান টার্ন ইনটু ফেবারিটিজম। এন্ড ফেবারিটিজম ইজ এ্য ফর্ম অব করাপসন। নট একসেপ্টেবল! ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।