আমি ভালোবাসতে ভালবাসি আমি একজন বি. এস. সি. সিভিল ইঞ্জিনিয়ার।
সরকারী চাকরির আশাই আছি। এই বসরে রাজুক এ লিখিত পরীক্ষাই টিকে ভাইভা দিতে গেলাম, এক মাধ্যমে আমার কাছে দশ লক্ষ (১০০০০০০) টাকা চাওয়া হল। আমি তা দিতে না পারাই আমার চাকরী হল না।
ঠিক এই বছরেই পাওয়ার গ্রিড কোম্পানি তে একই অবস্তা হল।
সেখানে সঠিক ভাবে নিয়োগ হবে ভাবেসিলাম। কিন্তু ভাগ্য তা থেকে আমাকে অনকে দূরে নিয়ে গেলো। আমার আত্ত বিশ্বাস ছিল এক জনকে সঠিক ভাবে নিতে হলে আমাকে নিতে হবে। কিন্তু পরে জানি ছয় লক্ষ (৬০০০০০) টাকায় চাকরী হয়েছে।
আমার মনটা খুবই খারাপ।
বাংলাদেশের প্রতিটি প্রতিষ্ঠানের নিয়োগের ক্ষেত্রে একই পন্থা অবলম্বন করা হয়।
আমি খুবই দুঃখের সঙ্গে উক্ত প্রক্রিয়াকে তীব্র নিন্দা জানাই। আমি বাংলাদেশের চাকরী নিয়োগ কমিটির এই লালসিত পন্থা কে ঘৃণা করি। আভাবে চলতে থাকলে বাংলাদেশের মেধাবী ছাত্র-ছাত্রীরা বাংলাদেশকেই ঘৃণা করবে।
আমি বাংলাদেশের অদুর ভবিষ্যৎ ও সুদূর প্রসারী কামনা করে, মেধাবী ছাত্র-ছাত্রীদের সঠিকভাবে মুল্লায়ন করে, দেশকে সুন্দর, সার্থক, উন্নত এবং সমৃদ্ধশীল করে গরে তুলতে দেশের সবাইকে উদ্দাত আহহব্বান করছি।
আমি, ইঞ্জিনিয়ার মিঞা মোঃ হারুন-অর-রাশিদ জিহাদ। (এম.এম.হার.জি.)
আমার লেখাই কোন ভুল হলে বা কেও যেকোনো ভাবে কষ্ট পেলে আমাকে দয়া করে ক্ষমা করবেন। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।