টিভি চ্যানেলের মধ্যে নাটক সবচেয়ে বেশি জনপ্রিয় । মূলত নাটকই এই চ্যানেল গুলোর প্রাণ । বাংলা নাটকের জনপ্রিয়তা বহু বছর ধরেই চলে আসছে । এক সময় কত ভাল ভাল নাটক প্রচারিত হত যা কিনা অনেক দিন মানুষের মনে দাগ কেটে থাকতো । এখনও সেইসব পুরানো নাটক এর জনপ্রিয়তা চোখে পড়ার মতো ।
তবে এখনো অনেক ভাল নাটক প্রচারিত হয়। এখনকার নাটকের সংলাপ প্রসঙ্গে আমি বলতে চাই। এখনকার অনেক নাটকের ভাষাই মোটামুটি এক ধরনের। খাইসি , গেছি টাইপ এর। মানছি যে আমরা দৈনন্দিন জীবনে এই ভাষায় কথা বলি, কিন্তু তাই বলে নাটকের ক্ষেত্রে এই ভাবে সংলাপ বললে কি সেটা শ্রুতিমধুর লাগে ? আমার সেটা জানা নাই।
আগের নাটকের অভিনেতাদের সংলাপ থেকে আমরা কথা বলার স্টাইল শিখতাম। কিভাবে ভাষার প্রয়োগ করা যায়, কিভাবে উচ্চারণ করতে হয় এইসব অনেক অনুকরণীয় ছিল। অতীতের নাটকের সংলাপ থেকে ভাষা শেখার অনেক বিষয়ই ছিল। কিন্তু এখনকার নাটকের অভিনেতাদের সংলাপ থেকে আমরা কি কিছু শিখতে পারি? এইসব সংলাপ শুনে আমাদের তরুণ প্রজন্ম কি শিখবে? আমাদের ঘরের ছোট ছেলে মেয়েরা ই বা কি শিখবে? যেমন আবার জিগায়, ফাঁপরের মধ্যে আছি , দৌড় এর মধ্যে আছি ,পুরাই পাঙ্খা এইসব ভাষা এখন বাচ্চারা শিখছে। আরেকটা বিষয় লক্ষ্য করলাম যে এখনকার নাটকে নারী চরিত্র গুলোকে দেখা যায় যে যত ঝগড়া করার সুরে কথা বলবে পুরুষ চরিত্র গুলোর সাথে সেই মনে তত ভাল অভিনয় করতে পারে!! এই যদি হয় নাটক এর দশা তবে কার আর ভাল লাগবে নাটক দেখতে ? তবে এই সবের ভিড়েও ভাল নাটক যে হচ্ছে না তা নয়,তবে তা খুব কম।
আমরা চাই অতীতের মতো প্রাণময় নাটক । অপ্রয়োজনীয় সংলাপ দিয়ে নাটকের পর্ব বাড়ানো নয়। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।