লেখাটা আমার এক বড় ভাই (আকাশ ভাই) এর ফেসবুক একাউন্ট থেকে নেয়া
আমরা মধ্যবিত্তরা ধৈর্য ধরতে জানি। আপনাদের
মতো গড্ডালিকা প্রবাহে গা ভাসাই না । আমাদের
চাহিদার মতো আমাদের স্বপ্ন
গুলোও অনেক ছোট হয় । এই জন্যই আমরা মনে হয়
সুখী হতে পারি। স্কুল কলেজে আমরা রেজাল্ট ভাল
করি,এর জন্যে আমাদের দুধে সবসময় হরলিক্স
মেশানোর দরকার হয় না।
বাজারে কিছু জায়গায় লিচু দেখা যাচ্ছে।
আমরা কিন্তু সামনের কয়েকদিন এগুলো শুধু দেখেই
যাব, কিনব না। পুরো বাজার সয়লাব
হবে যখন, তখন আমরা কিনব,
পাতা গুলো সরিয়ে একটা একটা করে গনে একশ লিচু
কিনব। দাম তখন অনেক কম থাকবে। তবু
আমরা বলবনা দেশের ফরমালিন যুক্ত ফলমূল খেলে আয়ু
কমে যাবে !
চাকরির বাজারে আমাদের ভাল দাম।
কারন
আমরা খাটতে পারি শারীরিক ভাবেও,মানসিক
ভাবেও। আমরা নিজেদের কাপড় নিজেরা আয়রন
করি,জুতাও আমাদের থাকে পরিষ্কার।
মামা চাচা খালুর অভাবে হয়ত যোগ্যতার দাম
পাইনা,তবু আমরা হাল ছাড়িনা । টাকার অভাবে হয়ত
আমাদের বিদেশের উচ্চশিক্ষার
সপ্ন পূরণ হয়না, তবু আমরা নিজ
যোগ্যতাবলে বাইরে যেতে পারলে আপনাদের
মতো কখনো দেশের দুর্নাম করিনা ।
আমরা আপনাদের মতো হয়ত
পার্টি করতে পারিনা,তবে বন্ধুদের
নিয়ে নির্মল আড্ডা দেই।
যা আপনাদের পার্টির
তুলনায় কম আনন্দের নয়, আমরা হ্যাঁঙ
আউট করি না করি না প্রেম করি।
আমরা বিনা কারনে বাজে খরচ
করিনা ,ফ্যামিলি থেকে হাতখরচ ও খুব
একটা বেশি পাইনা,তবু মাসের শেষ
দিনটি পর্যন্ত আমাদের মানিব্যাগ এর কোন এক
কোনায় সব সময় একটা ৫০০টাকার নোট
থাকে,সেফটির জন্য।
আমাদের হিসাবী জীবনে লাল রঙের
একটা গাড়ির স্বপ্ন আমাদের
বাঁচিয়ে রাখে উনসত্তর বছর পর্যন্ত। তবু আপনাদের
মতো সারাজীবনের পাওয়া আর
না পাওয়ার অংকের যোগ বিয়োগ
করে হিসেবে কখনো গড়মিল হলেও আমরা হতাশ
হয়ে কাউকে দোষ দিতে শিখিনা । বরং নব উদ্দমেই
ঝাঁপিয়ে পড়তে জানি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।