আমাদের কথা খুঁজে নিন

   

মৃত্যু পদ যাত্রিদের উদ্ধারে অনিয়ম , ক্ষমতা লোভীদের নোংরা বক্তব্য এসব পাগলামির শেষ কোথায় দায়িত্বশীল আচরন নেই পদত্যাগ চাই

প্রধান মন্ত্রী খুনিদের বাচাতে ব্যস্ত আর সব্রাস্ট মন্ত্রী বিরুধি দল কে উপেক্ষা করে বিবিসির নিকট বিবৃতি দেন । বিরুধি দল নাকি দালান ঝাকিয়ে আজকের এই পরিনতির জন্ম দেন । সারা দেশ বা বিশ্ব বিবেক যেখানে নির্বাক , শোকে ম্রিয়মান । ৩০০ এর উপরে লাছ উদ্ধার । এবং হাজার খানেক এর উপরে আহত দের মৃত্যুর সাথে পাঞ্জা । সেখানেও বিভ্রান্তি মুলক আচরন কি এ জাতি আপনাদের নিকট থেকে আশা করে । আর কত নোংরামি লোভের ক্ষমতায় টিকে থাকার কারসাজি । টি আই বির একজন মুখপাত্র বলেন , সাভারে এক বৃদ্ধ পিতা তার সন্তানকে মৃতদের নিকট খুজতে গিয়ে পুলিশের হাতে লাঞ্চিত হয় । এর কারন কি ? এসব পাগলামির শেষ কোথায় ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.