আমাদের কথা খুঁজে নিন

   

আলীমের বিরুদ্ধে ২৩তম সাক্ষীকে জেরা শেষ

বিএনপির নেতা ও সাবেক মন্ত্রী আবদুল আলীমের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ বৃহস্পতিবার রাষ্ট্রপক্ষের ২৩তম সাক্ষী এ এইচ এম মুতাসিম বিল্লাহকে জেরা শেষ করেছে আসামিপক্ষ। এ মামলায় পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য আগামী রোববার দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।
বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ মুতাসিম বিল্লাহকে জেরা করেন আসামিপক্ষের আইনজীবী আহসানুল হক। শারীরিক অসুস্থতার কারণে জামিনে থাকা আলীম এ সময় ট্রাইব্যুনালে হাজির ছিলেন।
‘একাত্তরের ঘাতক-দালালেরা কে কোথায়’ বইটি আপনি পড়েছেন—আইনজীবীর এ প্রশ্নে সাক্ষী বলেন, তিনি বইটি পড়েছেন এবং ওই বইয়ে তিনি তাঁর তোলা ছবিটি দেখে চিনতে পারেন।


ওই ছবিতে থাকা কারও নাম আপনার মনে আছে—এ প্রশ্নের জবাবে সাক্ষী বলেন, দুজনের নাম তাঁর মনে আছে। তাঁরা হলেন মিনা ও মোখলেস। এক প্রশ্নের জবাবে সাক্ষী বলেন, একাত্তরে জয়পুরহাটে আলীমের বাড়ির সামনে সরকার স্টুডিও ও স্টেশনে মিলন স্টুডিও ছিল।
জেরার একপর্যায়ে আইনজীবী মত (সাজেশন) দেন, একাত্তরের আগে বা পরে আপনার কোনো স্টুডিও ছিল না। আপনি রাজনৈতিক প্রতিপক্ষের ইন্ধনে আলীমের বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিলেন।

জবাবে মুতাসিম বিল্লাহ বলেন, ‘এটা সত্য নয়। ’
মুতাসিম বিল্লাহ গতকাল বুধবার ট্রাইব্যুনালে জবানবন্দিতে বলেন, একাত্তরের জুন মাসে তিনি আটক ২৬ যুবকের সঙ্গে আলীম ও পাকিস্তানি মেজরের ছবি তুলে দেন। ।

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.