নাস্তিক, লীগ, দল, আহলে হাদিস, শিবির, মাজার পূজারী এর গোলামী করলে খবর আছে..... মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা পুনর্নির্বাচিত হওয়ার পর উইকিলিকস প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ এক প্রতিক্রিয়ায় ওবামাকে ‘মেষের পোশাকে নেকড়ে’ বলে অভিহিত করেছেন।
গতকাল বুধবার লন্ডনের ইকুয়েডর দূতাবাস থেকে একটি বার্তা সংস্থাকে ফোনে এ প্রতিক্রিয়া জানান অ্যাসাঞ্জ। আজ বৃহস্পতিবার টাইমস অব ইন্ডিয়া অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
জুলিয়ান অ্যাসাঞ্জ তাঁর প্রতিক্রিয়ায় বলেন, ‘ওবামাকে বেশ ভালো মানুষই মনে হয় এবং এটাই আসল সমস্যা। ’ ওবামার চরিত্র সম্পর্কে তিনি বলেন, ‘মেষের পোশাকে থাকা নেকড়ের চেয়ে নেকড়ের পোশাকে থাকা মেষ অনেক ভালো।
’
অ্যাসাঞ্জ অভিযোগ করেন, ওবামা প্রশাসনের অধীনেই উইকিলিকস-বিরোধী সব ধরনের কর্মকাণ্ড হয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ রিপাবলিকানদের হাতে গেলেও পরিস্থিতির কোনো পরিবর্তন হবে না বলেও মত দেন উইকিলিকসের প্রতিষ্ঠাতা। অ্যাসাঞ্জ বলেন, তিনি মনে করেন, গোপন তথ্য ফাঁসকারী ওয়েবসাইটের ওপর আক্রমণ অব্যাহত রাখবে ওবামা সরকার।
চলতি বছরের জুন থেকে লন্ডনের ইকুয়েডর দূতাবাসে অবস্থান করছেন অ্যাসাঞ্জ। যৌন হয়রানির অভিযোগে জিজ্ঞাসাবাদে সুইডেন সরকারের কাছে অ্যাসাঞ্জকে হস্তান্তরের পক্ষে রায় দেন যুক্তরাজ্যের সর্বোচ্চ আদালত।
এ পরিপ্রেক্ষিতে তিনি লন্ডনের ইকুয়েডর দূতাবাসে ওঠেন। ইকুয়েডর সরকার অ্যাসাঞ্জকে রাজনৈতিক আশ্রয় দিয়েছে
লিংক: এইখানে ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।