আমরা হেরে যাইনি। এশিয়া কাপ না জিতলেও তোমরা আমাদের হৃদয় জয় করেছ। আমরা গর্বিত রেলের অর্থ কেলেঙ্কারির পেছনে স্বাধীনতাবিরোধী চক্র জড়িত রয়েছে বলে অভিযোগ করেছেন দপ্তরবিহীনমন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেন গুপ্ত। তিনি বলেন, ‘৭০ লাখ টাকার অপবাদ না দিয়ে ৭০ কোটি টাকার অপবাদ দিলে তা সহনীয় হতো। ’শনিবার জাপানের রাজধানী টোকিওর আকাবানে বিভিও হলে এক আলোচনা সভায় দপ্তরবিহীনমন্ত্রী এসব কথা বলেন।
জেল হত্যা দিবস উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়। সুরঞ্জিতের একান্ত সচিব কামরুল হকের পাঠানো এক বিবৃতিতে রোববার এসব কথা জানানো হয়।
উল্লেখ্য, চলতি বছরের ৯ এপ্রিল রাতে পিলখানায় বিজিবি সদর দপ্তরের ফটকে সাবেক রেলমন্ত্রী সুরঞ্জিত সেন গুপ্তের এপিএস ফারুকের গাড়িতে ৭০ লাখ টাকা পাওয়া যায়। পূর্বাঞ্চল রেলের মহাব্যবস্থাপক ইউসুফ আলী মৃধা এবং রেল পুলিশের কমান্ড্যান্ট এনামুল হকও ওই গাড়িতে ছিলেন।
এ কেলেঙ্কারির দায় নিয়ে গত ১৬ এপ্রিল রেলমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ান সুরঞ্জিত সেন গুপ্ত।
একই সাথে রেলের জিএম ইউসুফ আলী মৃধা ও কমান্ড্যান্ট এনামুল হককেও বরখাস্ত করা হয়। চাকরিচ্যুত হন ওমর ফারুক।
গাড়িতে পাওয়া ওই অর্থ রেলের বিভিন্ন পদে নিয়োগের ঘুষের টাকা বলে অভিযোগ ওঠে।
ঘটনার পর থেকে ফারুকের গাড়ি চালক আজম খানের কোন হদিস পাওয়া যাচ্ছিল না। দুর্নীতি দমন কমিশন ও রেল কর্তৃপক্ষ পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে তলব করলেও তিনি হাজির হননি।
প্রায় ছয় মাস নিখোঁজ থাকার পর গত ৫ অক্টেবর বেসরকারি টেলিভিশন আরটিভির প্রতিবেদনে হাজির হোন আজম। সেই প্রতিবেদনে আজম দাবি করেন, টাকার গাড়ি সুরঞ্জিতের বাসায় যাচ্ছিল।
রেলের নিয়োগ কেলেঙ্কারির বিষয়টিকে স্বাধীনতাবিরোধী চক্রের নিকৃষ্ট পরিকল্পনা হিসেবে আখ্যায়িত করে টোকিওর ওই অনুষ্ঠানে সুরঞ্জিত বলেন, এই নিকৃষ্ট চক্রান্তের সাথে আমার কোন সংশ্লিষ্টতা নেই।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে টোকিওতে বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন, দূতাবাসের প্রথম সচিব মাসুদুর রহমান, জাপান আওয়ামী লীগের নেতা সামছুল আলম ভূট্টো প্রমুখ উপস্থিত ছিলেন।
সফর শেষ করে রোববার রাতেই বাংলাদেশে ফেরার কথা রয়েছে দপ্তরবিহীনমন্ত্রী সুরঞ্জিত সেন গুপ্তের।
রিয়েল-টাইম নিউজ ডটকম ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।