মানুষ ভালোবাসতেই জানে শুধু। ভালোবাসার মানুষকে ভুলতে জানেনা। ভালোবাসা টা হলো ঠিক আমাদের সামনের সমুদ্রস্রোতের মত। বারবার ফিরে আসে, ধাক্কা দিয়ে যায় ভেতরটাকে। সমুদ্র কখনো শুকিয়ে যাবেনা, স্রোতটাও কখনো হারাবেনা।
আমাদের অনেক আছেন যারা জামায়াত শিবির কে গালি না দিয়ে ইসলামকে গালি দেয় এটা কি টিক
শুধু কি জামায়াতরা ইসলাম পালন করে ওরা তো ইসলাম ধর্মকে বিক্রি করে রাজনিতিতে পায়দা তুলে।
জামায়াত ছাড়া বাংলাদেশে লক্ষ লক্ষ মুসলিম আছে তারা কি ইসলাম টিক টাক মত পালন করছে না।
যারা এখন ভুল ধারনা নিয়ে আছেন তাদের বলছি দয়া করে আপনারা কিছু ধর্ম ব্যবসায় এর জন্য ইসলাম মত এত সুন্দর একটি ধর্মকে অপবাদ দিবেন না।
কাউকে গালি দিয়ে কুত্তা বল্লেও কিছু বলে না কিন্তু নিজামী,গোলামআজম, এই সব বললে মারতে আসে এই সব পশুর চেয়ে কারাপ মানুষ গুলোর জন্য কেন ইসলামকে দোষ দিবেন ???
আপনারা জানেন তারা ধর্ম ব্যবসায় তো তাদের গালি দেন।
আল্লাহ্ পাক কুরআন জানিল কি জামায়াত শিবির রাজনিতি করার জন্য নাকি আওয়ামী লীগ বিরোধী দেশ বিরোধী কাজ করার জন্য নাজিল করেছেন ?????
পৃথিবীতে কোটি কোটি ইসলাম সঠিক ভাবে পালন করছে তাদের দেখে শিখুন
বাংলাদেশের নোংরা রাজনিতি বিকৃত ইসলাম দেখে না।
যারা মনে করে জামাত করলে বেহেস্ত মিলবে তাদের বলি ইসলামে কোন খানে নাই বোমা মারার কথা,মানুষ পিটানোর কথা।
আওয়ামী লীগ , বি এন পি, জামায়াত,আরো অনেক দল আছে সবাই তাদের স্বার্থের জন্য করছে
ইসলাম কিংবা দেশের জন্য না।
রাজনিতি করেন আপনারা কিন্তু আমাদের মত সাধারন মানুষদের ধর্ম, দেশকে ভালবাসতে কষ্ট হয়ে যাচ্ছে।
দাড়ি টুপি লাগায়ে রাখলে ইমানদার মুসলিম হওয়া যাই না।
এখন সময় আছে রাজনিতি থেকে ইসলাম বন্ধ করুন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।