আমাদের কথা খুঁজে নিন

   

অনন্ত জলিলের অপরাধ

পারিবনা পারিবরা এই কথাটি বলিও না আর একবার না পারিলে দেখ শতবার। আমি কিছুই পারিনা চেষ্টায় আছি কিছু পারার কিছু করার যদি খোদা থাকে সাথে। কেউ ফেবুতে ক্যাচাল করতে চাইলে fb.com/kalochita ১) সে ব্যবসা সফল বাংলা সিনেমার এক টারনিং পয়েন্ট। ২) প্রযুক্তিহীন বাংলা সিনেমাকে প্রযুক্তির মুখ দেখানো। ৩) গালাগালি মার্কা বাংলা সিনেমাকে সভ্যতার(কিছুটা) আঁচলে ঢাকা।

৪) টেলিফিল্ম মার্কা সিনেমার বিপরীতে সত্যিকারের সিনেমা এবং প্রযুক্তিবান্ধব সিনেমা তৈরির সাহস দেখানো। ৫) ছোট বাজেটের যেনতেন বাংলা সিনেমার বিপরীতে বড় বাজেটের সিনেমা তৈরির সাহস দেখানো। ৬) হলবিমুখ সিনেমার দর্শককে হলমুখী করা। । ।

। । । । ।

। । ৭)মিসকিন জাতিকে ১২ কোটি টাকা দামের মুভি দেখিয়ে …সে বিরাট ভুল করছে ৮)গাজী ট্যাংকির মত নায়িকার জাগায় বিদেশি গ্ল্যামারাস নায়িকা এনে… সে বিরাট ভুল করছে ৯)বাঙ্গালী, কাঠের ডামিতে পটকা ফাটা দেখত, সেখানে সে মুভিতে হাজার ডলারের ব্ল্যাংক গান দেখিয়ে …বিরাট ভুল করছে ১০)আপনে হাটুজলের মত মাফিয়া গডফদার হতেন তাহলে টক শোর হোস্ট আপনার পা চাটত, বাট সভ্য সিআইপি হওয়ায়… সে বিরাট ভুল করছে ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.