আমাদের কথা খুঁজে নিন

   

বিষয়ঃ অনন্ত জলিল - ইংরেজি শিখার আগে মানুষ হও বাবা।

!!! ধর্ম নিরপেক্ষ, সাম্প্রদায়িকতা মুক্ত, কলুষিত রাজনীতিহিন একটি সুন্দর বাংলাদেশ এর অপেক্ষায়!!! অনন্ত জলিল , GANGNAM STYLE অনন্ত জলিলকে আমি চিনিনা . তার কোনো ছবিও আমার দেখা হয়নি .কয়েক বছর আগে একটা কাজে তার একটা গার্মেন্ট কারখানায় গিয়েছিলাম , যদিও তার সাথে দেখা হয়নি. বেশ কিছুদিন ধরে তার ইংরেজি উচ্চারণ নিয়ে অনেক মজার হাসি তামাশা হচ্ছে. আমিও বেশ হেসেছি তার কথাগুলু শুনে. তার ভুল উচ্চারণে আমার কিছু যায় আসেনা আমি যতটুকু জানি তার নিজের চেষ্টায় বাংলাদেশের সিনেমার দর্শকরা নতুন কিছু দেখতে পাচ্ছে. আপনারা হয়ত অনেকেই জানেন " দক্ষিন কোরিয়ার " একজন গায়ক PSY তার একটা গান দিয়ে সারা পৃথিবী নাচছে " Gangam Style " শুধু মাত্র ইউটুবে এ তার অফিসিয়াল মিউজিক ভিডিও ক্লিক হয়েছে ১০৮ কোটি বারের উপর যা Youtube জন্য ইতিহাস হয়ে থাকবে . বিল বোর্ডে ১ নাম্বার ছিল পরপর ২ সপ্তাহ . যেটা x -japaner ১৯৮৪ সালের পরে কোনো এশিয়ার দেশের জন্য প্রথম. গত সপ্তাহে আমেরিকান TV CNBC এই কোরিয়ান গায়ক PSY এর ইন্টারভিউ দেখছিলাম . তার ইংরেজি উচ্চারণ শুনলে আপনাদের মনেহবে আমাদের জলিল অনন্ত আসলেই Man - sister থেকে লেখাপড়া করেছে . সবচয়ে অবাক করার বিষয় হচ্ছে , CNBC প্রশ্নকর্তা ছিলেন একজন নেটিভ আমেরিকান , কিন্তু তিনি আমাদের মুন্নি সাহার মতো মজা নেননি . অথবা প্রথম আলোর সাংবাদিকের মতো প্লান করেই উস্কানি মুলুক প্রশ্ন করেননি. CNBC প্রশ্ন কর্তা অনেক প্রশ্ন বুঝে নিয়েছেন এবং পরের প্রশ্নে চলে গেছেন . তার দেশের কোনো নাগরিক তার ভুলে ভরা ইংরেজির জন্য কোনো সমলোচনা করেনি . কোরীয় গায়ক PSY তার এক প্রশ্নের উত্তরে বলেছিলেন , আমার এই গানের সাফল্যের পিছনে আমার দেশের ৫ কোটি মানুষের উষ্ণ সমর্থন আর ভালবাসার জন্য সম্বভ হয়েছে. ইদানিং আমাদের দেশের (ঢাকা শহরের ) মানুষজন পরিবার পরিজন, বন্ধু বান্দবদের সাথে পিজা হার্ট , KFC সহ অন্যান্য ফাস্ট ফুড এ যায় . খুব ভালো কথা . কিন্তু প্রশ্ন হলো সেখানে গিয়েও কি আমাদেরকে অন্যকে টিসিং করতে হবে ? একটা মানুষ তার ফেমিলি সাথে ছিল . তাকে অন্তত তার বৌএর সামনে টিসিং করার দরকার ছিলনা . তাই যদি করতেই হয় , তাহলে রাস্তার পাশের ফুটফাতের চাএর দোকান এর সাথে পিজা হার্টে বসে থাকা অশিখ্ষিত মানুষ গুলুর পার্থক্য কি ? আরে আপনি ১০ মিনিট ইংরেজিতে কথা বলে ভিডিও করে youtube দেননা , দেখবেন আপনারটা শুনতে কেমন লাগে . এই এক্ষ্পেরিমেন্ত আজকে করে ফেলুননা , আমি কথা দিচ্ছি, আমি আপনার ইংরেজি উচ্চারণ , গ্রামার , কথা বলার ভঙ্গির জন্য LIKE দেব . ইংরেজি শিখার আগে মানুষ হও বাবা। সংগ্রহ ঃ আমার অত্যন্ত শ্রদ্দেহ IMAM LEE sir (Facebook)

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।