নিঃস্ব হবো জেনেও, দর্শনার্থী আমি। আমি ছোটবেলা থেকেই বেশ অভাগা গোছের। রাস্তার পাশে সাপের খেলা দেখতে হয়তো দাঁড়িয়েছি, যে লোক খেলা দেখাতো, সে অন্য ছোট বাচ্চাদের সাথে আমাকেও বের করে দিল। কারণ দর্শালো, খেলার শেষে নাকি তার এক মহিলা গুরুর ছবি দেখানো হবে, যার ছবি মহিলা এবং ল্যাদা-পুলাপাইনের দেখা মানা।
পরে ব্যাপারটা বুঝতে পারলাম।
মহিলা আর বাচ্চাদের কাছে টাকা থাকে না। তাই তাদের জটলায় রেখে লাভ নাই। আর মহিলা গুরুর ছবি, তার উপরে আবার বাচ্চাদের আর মহিলাদের দেখানো যাবে না শুনলে, খুব কম লোকই এ আকর্ষণ অগ্রাহ্য করতে পারতো।
রাস্তার পাশে এখনো জটলা বাধে কোন জটলার ভেতর থেকে ‘রাখ ! রাখ ! রাখ !
আস্তে আস্তে বাইর হ সাপ। লোকে তোরে দেখতে চায়’ কথা গুলো কানে এলেও জটলার ভেতরে আর ঢোকা হয় না ।
ছোট্ট কোন পিচ্চির 'বাক্সে বন্ধি থাকা বেলুচিস্তানি সাপ দেখা'র আশা ভঙ্গের সঙ্গী হই ............... ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।