বিষন্ন দিনের, বিষন্ন সময়ের রূপকথা
কার যেন এই গানটা, মনে হয় অর্ণবের । এই গান পুরোটা শুনতাম শুধুমাত্র এই একটা লাইন শোনার জন্য... ”বোকা বাক্সে কো’প পড়েছে, হারিয়ে গেছে গানের খাতা...” । অপেক্ষায় থাকতাম কখন এই লাইনটি বাজবে কর্ণকুহরে । কি এক অদ্ভুত বিষাদমিশ্রিত অনুভূতি কাজ করত তখন ।
হারানোর সুর সব অন্তরেই বুঝি থাকে.... তাই হয়ত এই একই লাইন সব অন্তরেই বাজবে ঠিক একই ভাবে ।
জীবনের রথে তাড়া করে ফেরে দায়িত্ব, তাড়া করে ফেরে বিবেক, তাড়া করে ফেরে ভালো কিছু করার তাগিদ এই দেশ,এই সমাজ,এই মানুষের জন্য । কিন্তু বেশি কিছু কিইবা আর করা যায়.... সবকিছুই,জীবন খাতার শূণ্য পাতায় শুধূই বেহিসেবী হয়ে রয় ।
যে মানুষ গড়ে, সে মানুষি আবার ভাঙ্গে, কি প্রচন্ড আমোদে! ভুল পথেই চলে কিছু মানুষ...ভুল করেই ভাঙ্গে । ভাঙ্গা-গড়ার এ এক চিরন্তন খেলা ।
তবে সবশেষে মনে হয় আলো’রই জয় হয়, অন্ধকার মিলায় আঁধারে ।
অন্ধকার বেশিদিন আলোতে থাকতে পারেনা ।
[ দশটা অসুন্দর পোস্টের ভীড়ে টিকে থাক একটা সুন্দর....সবসময় । প্রতিটা রাত যেমন অপেক্ষায় থাকে আলোকিত সূর্যের...সুন্দর সকালের; আমিও তেমনি অপেক্ষায় থাকি অন্তত একটি আলোকিত,সুন্দর লেখার, কারণ beauty is forever ]
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।