দুষিছে সবাই, আমি তবু গাই শুধু প্রভাতের ভৈরবী! -বুকের বাম দিকে ব্যথা করা কত টা সিরিয়াস জানিস তুই?
-পরীক্ষা নিচ্ছিস নাকি ?
-না বলছি জানিস কিনা। আচ্ছা ডান দিকে কখন ব্যথা হয় জানিস?
কখন? ভ্রু টা একটু কুচকে রবিনের দিকে তাকালও ফারিয়া
-যখন ভালোবাসা হয়, ভালোবাসা!
-ও তা কার ব্যথা করছে ডান দিকে?
-আমার বুঝলি, আমার। অসুখ টা শুরু হইছে অনেক দিন আগে থেকে থেকে, কিন্তু ব্যথার তীব্রতা গত কয়েকদিনে অনেক বেশি!
-তো, ভালোবাসার ডাক্তার দেখা না, আমার কাছে কি বলছিস?
-ব্যথা টা যে তোর কারনে ফারিয়া!
কিছু টা সাহস করে বলেই ফেলল রবিন মনের ভিতর চাপিয়ে রাখা কথাটা
কিছুক্ষণ মাটির দিকে তাকিয়ে থাকল ফারিয়া। রবিন তাকিয়ে থাকলো তার লাস্যময়ী ক্লাসমেটের দিকে। তারপর ফারিয়া রবিনের দিকে চেয়ে বলল, “তোর গাল টা একটু আগিয়ে দিবি রবিন?”
“কেন ?”
“একটা থাপ্পড় দিবো শয়তান।
ইয়ার্কি করিস নাকি আমার সাথে? তুই জানিস না আমি কেমন? কি হয়েছিল আমার জীবনে”? কথাগুলো এক নিঃশ্বাসে বলেই গটগট করে এগিয়ে চলল ফারিয়া। কিছুদূর যাওয়ার পর আবার রবিনের দিকে ফিরে আসলও। এক দৃষ্টিতে তাকিয়ে আছে রবিন ওর দিকে...
-রবিন শোন, তুই চেষ্টা করলে আরও ভালোবাসার মানুষ পাবি রে কিন্তু আমি একটা ভালো বন্ধু নাও পেতে পারি। আর আমি চাই না এই মূহুর্তে তোর মত একটা ভাল বন্ধুকে হারিয়ে ফেলি। আর উঠ এইখান থেকে , ক্লাস আছে না কিছুক্ষণ পর?” বলে ক্লাসের দিকে পা বাড়ালও ফারিয়া।
"ভাল বন্ধু হিসেবে না হয় থাকলাম তোর জীবনে, ভাল বন্ধু বা কজন হয়? " এই চিন্তা মাথায় নিয়ে হাটা শুরু করল রবিন। অনির্দিষ্ট জীবনের পথে তার হাঁটা। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।