আমাদের কথা খুঁজে নিন

   

নামায, রোযার দরকার নাই, জামাত-শিবিরের রাজনীতি কর, ঐটাই এবাদত।

মেনে নিব না, আসে যদি ইসলামের উপর কোন আঘাত। মাঠে নেমেছি, হয় সফলতা নয়ত চাই শাহাদাত। https://www.facebook.com/altamash.bd প্রিয়নবি (স.) বলেন, পাঁচটি বিষয়ের উপর লামের বুনিয়াদ রাখা হয়েছে। তা হল - এ কথার সাক্ষ দেয়া যে, আল্লাহ ব্যাতিত কোন ইলাহ নেই এবং মুহাম্মদ (স.) তার বান্দা ও রাসূল, আর ছালাত কায়েম করা, যাকাত দেয়া, বায়তুল্লাহর হজ্ব করা এবং রমযানে রোযা রাখা। এ হাদিছে নামায, রোযা, হজ্ব, যাকাতকে ইসলামের বুনিয়াদ বলে উল্লেখ করা হয়েছে।

কিন্তু মওদুদি সাহেবের মতে নামায, রোযা, হজ্ব, যাকাত- এগুলো মূল ইবাদত নয়, বরং এগুলো হল ট্রেনিং কোর্স। তার মতে এই ইবাদতগুলি মূল উদ্দেশ্য নয় বরং মূল উদ্দেশ্য ইসলামী হুকুমত প্রতিস্ঠা করা। তিনি - ইবাদত একটি ট্রেনিং কোর্স - এই শিরোনামে বলেন, বস্তুত ইসলামে নাময, রোযা, হজ্ব, যাকাত ইত্যাদি ইবাদত সমূহ এই উদ্দেশ্যে ( ইসলামি হুকুমত কায়েম) প্রস্তুতির জন্যই নির্দিস্ট করা হয়েছে। দুনিয়ার সমস্ত রাস্ট্র নিজ নিজ সৈন্যবাহিনী, পুলিশ ও সিভিল কর্মচারিদের সর্ব প্রথম এক বিশেষ ধরণের ট্রেনিং দিয়ে থাকে। সেই ট্রেনিংয়ে উপযুক্ত প্রমাণিত হলে পরে তাকে নির্দিষ্ট কাজে নিযুক্ত করা হয়।

ইসলামও ইসলামও তার কর্মচারিদের স প্রথম এক বিশেষ পদ্ধতির ট্রেনিং দিতে চায়। তারপরেই তাকে জিহাদ ও ইসলামি হুকুমত করার দায়িত্ব দেওয়ার্ব হয়। ( ইসলামের বুনিয়াদি শিক্ষা-২৭৩ নং পৃষ্ঠা, আধুনিক প্রকাশণি, বাংলাবজার) -------------------------------------------------------------------- আর মওদুদির এই কথার কারণেই দেখবেন, ট্রেনিং কোর্সের ছাত্ররা অর্থাৎ ছাগুরা প্রত্যেকবার নামযের পর হাজিরা খাতায় সাইন দিয়ে রাখে। যদি আল্লাহর সন্তুষ্টির জন্যই তারা নামায পড়ত তাহলে তো আর হাজিরা দেওয়ার কোন তো দরকার নাই, এর মানে কি দাড়াল? -------------------------------------------------------------------- প্রথম অংশুটুকু নিচের বই থেকে নেওয়া- ১- ইসলামি আক্বীদা ও ভ্রান্ত মতবাদ মাওলানা হেমায়েত উদ্দীন ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.